বলা হয়, ‘যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়।’ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সঙ্গেও যেন ঠিক তাই ঘটল।

গত বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) রাতে ক্লাব ব্রুগের বিপক্ষে জিতে কোনরকম ভাবে প্লে-অফে জায়গা পেয়েছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল ম্যানসিটি। তাতে নিশ্চিত হয়ে যায় সেরা ষোলোতে উঠতে গেলে তাদের পরাজিত করতে হবে আসরটির ইতিহাসের অন্যতম সেরা দুই দল রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখকে। প্রতিপক্ষ নিশ্চিত হবে ড্র্যের মাধ্যমে। এই ব্যাপারে সিটির ম্যানেজার গার্দিওলা সংবাদ মাধ্যমের সামনে ওকেপটে স্বীকার করেন, ‘ওরা আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ। একটি দল এই প্রতিযোগিতার রাজা। অন্যটি দ্বিতীয় কিংবা তৃতীয় রাজা।’

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস লিগে ১৮ ম্যাচের মহারণ, দলগুলোর শেষ সমীকরণ

আনচেলত্তির বিশ্বাস টাকাকে উপেক্ষা করে ‘গৌরব’ বেছে নিবেন ভিনিসিয়ুস

 

আজ শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) বিকেলে সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ মৌসুমের প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেখানে রেকর্ড ১৫ বারের শিরোপাধারী রিয়াল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ধুঁকতে থাকা ম্যানসিটিকে। গোটা অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত ছিল এটাই। অন্যদিকে বায়ার্নের প্রতিপক্ষ সেল্টিক।

ইউরোপের শ্রেষ্ঠত্বের এই আসরের গ্রুপ পর্বের পদ্ধতি বদলে এই মৌসুমে ৩৬ দল নিয়ে আয়োজন করা হয়েছিল রাউন্ড লিগ। ৮ রাউন্ডের খেলা শেষে শীর্ষ ৮টি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে সেরা ষোলোতে খেলার। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা আছে এই তালিকায়।

অন্যদিকে সেরা ষোলোর বাকি ৮টি দল নির্বাচনের জন্যই আজকের এই ড্র অনুষ্ঠান।
এবারের প্লে-অফের নিয়ম অনুযায়ী আগে থেকেই সবাই জানত যে, ৯ ও ১০ নম্বরে থাকা দল প্লে-অফে পাবে ২৩ বা ২৪ নম্বর দলকে। এভাবে ১১/১২ খেলবে ২১ বা ২২, ১৩/১৪ খেলবে ১৯ বা ২০ ও ১৫/১৬ খেলবে ১৭ বা ১৮ নম্বর দলের বিপক্ষে।

 

প্লে–অফে কে কার মুখোমুখি

ব্রেস্ত–পিএসজি
ক্লাব ব্রুগা–আতালান্তা
ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস–পিএসভি
ফেইনুর্ড–এসি মিলান
সেল্টিক–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–ডর্টমুন্ড
মোনাকো–বেনফিকা

দুই লেগের প্লে-অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ফ্রেব্রুয়ারির ১১-১২ তারিখ। আর একই মাসের ১৮-১৯ তারিখে দ্বিতীয় লেগের খেলা মাঠে গড়াবে।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ

এছাড়াও পড়ুন:

একঝলক (০১ এপ্রিল ২০২৫)

ছবি: আলীমুজ্জামান

সম্পর্কিত নিবন্ধ

  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, সেলসের অভিজ্ঞতা থাকতে হবে
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ, আবেদন শেষ ৩ এপ্রিল
  • সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, মূল বেতন ১ লাখ ৪৯ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি
  • থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল অ্যারাইভাল কার্ড
  • কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (২ এপ্রিল ২০২৫)
  • একঝলক (০১ এপ্রিল ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (১ এপ্রিল ২০২৫)
  • গোপন সদকা
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ মার্চ ২০২৫)