শিক্ষা ও গবেষণাবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। গত ২৭ জানুয়ারি প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পেছনে ফেলেছে রাবি।

প্রতিবছরের মতো এবারও দুই শতাধিক দেশের ৩১ হাজারের বেশি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং, ২০২৫ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে ওয়েবমেট্রিক্স।

এই র‍্যাঙ্কিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে স্পেনের মাদ্রিদভিত্তিক প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১ হাজার ৪২২তম। ২০২৪ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) রাবির দেশীয় অবস্থান ছিল তৃতীয় এবং দ্বিতীয় সংস্করণে (জুলাই) এক ধাপ এগিয়ে অবস্থান ছিল দ্বিতীয়। এ বছর আরো এক ধাপ এগিয়ে শীর্ষ স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এদিকে, শীর্ষ অবস্থান থেকে অষ্টমে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ১ হাজার ৯৯৫তম।

বাংলাদেশের শীর্ষ বিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে বুয়েট (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪৭৪), তৃতীয় অবস্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৭৭০), চতুর্থ অবস্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৭৮৩), পঞ্চম অবস্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৮১৮), ষষ্ঠ স্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৯৪২), সপ্তম স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৯৭০) এবং অষ্টম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৯৯৫)। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ২২৮৭) নবম স্থানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ২৩৬৭) দশম স্থানে আছে এ র‌্যাঙ্কিংয়ে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেছেন, “এ অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা আমাদের গবেষকদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি এবং তারাও সর্বোচ্চ চেষ্টা দিয়ে গবেষণাকর্ম করছেন। এজন্যই আমাদের সফলতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির চেষ্টা করছি এবং সবাইকে গবেষণায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আশা করি, আমরা সামনের দিকে আরো ভালো করব।”

রাবির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞ। তবে, আমরা যেন এ সাফল্যে আত্মতুষ্টিতে ভুগে স্থবির না হয়ে যাই। আমাদের সামনে আরো ভালো করার সুযোগ রয়েছে এবং আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাব।”

তিনি আরো বলেন, “আমি সব সময় বলে আসছি, আমাদের গবেষণায় বরাদ্দ বাড়ানো জরুরি। ন্যূনতম বরাদ্দ অন্তত দ্বিগুণ করা উচিত, যাতে আমরা উন্নত গবেষণা করতে পারি এবং আন্তর্জাতিক অঙ্গনে আরো ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হই।”

ঢাকা/ফাহিম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবস থ ন

এছাড়াও পড়ুন:

স্টুডিও ঘিবলির প্রধান প্রতিষ্ঠাতা, আসিয়ান প্রতিষ্ঠা, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কত—জানুন

১. সম্প্রতি মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেনস টু বাংলাদেশ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশের সঙ্গে?

ক. সিঙ্গাপুর 

খ. সংযুক্ত আরব আমিরাত 

গ. অস্ট্রেলিয়া

ঘ. সৌদি আরব 

উত্তর: গ. অস্ট্রেলিয়া 

২. বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কত সাল পর্যন্ত? 

ক. ২০২৭ সাল

খ. ২০২৯ সাল

গ. ২০৩০ সাল

ঘ. ২০৩২ সাল

উত্তর: খ. ২০২৯ সাল

৩. এলডিসি থেকে উত্তরণে জাতিসংঘের নির্ধারিত তিনটি সূচকের অন্তর্ভুক্ত নয় কোনটি? 

ক. মাথাপিছু আয়

খ. মানবসম্পদ

গ. অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা

ঘ. মোট দেশজ উৎপাদন

উত্তর: ঘ. মোট দেশজ উৎপাদন

৪. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট কয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়?

ক. ৩টি

খ. ৫টি

গ. ৮টি

ঘ. ৪টি

উত্তর: গ. ৮টি

৫. কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সদস্যরাষ্ট্র—

ক. ৩টি

খ. ৫টি

গ. ৯টি

ঘ. ১২টি

উত্তর: খ. ৫টি

৬. যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে কত মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তার সংস্থান নিশ্চিত করেছে?

ক. ৭৩ মিলিয়ন 

খ. ৩৩ মিলিয়ন 

গ. ৫০ মিলিয়ন 

ঘ. ৪২ মিলিয়ন 

উত্তর: ক. ৭৩ মিলিয়ন (রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বড় ত্রাণদাতা দেশ যুক্তরাষ্ট্র)

৭. ‘শেনজেন’ গ্রামটি কোন দেশের অন্তর্ভুক্ত?

ক. জার্মানি

খ. ফ্রান্স

গ. সুইজারল্যান্ড

ঘ. লুক্সেমবার্গ 

উত্তর: ঘ. লুক্সেমবার্গ

৮. সম্প্রতি চীন সফরে ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে কোন বিশ্ববিদ্যালয়?

ক. শিচুয়ান বিশ্ববিদ্যালয় 

খ. ফুদান বিশ্ববিদ্যালয়

গ. পিকিং বিশ্ববিদ্যালয় 

ঘ. সিংহুয়া বিশ্ববিদ্যালয় 

উত্তর: গ. পিকিং বিশ্ববিদ্যালয় 

৯. নেপালে রাজতন্ত্রের চূড়ান্ত অবসান ঘটে—

ক. ১৯৯৭ সালে

খ. ২০০১ সালে 

গ. ২০০৫ সালে 

ঘ. ২০০৮ সালে

উত্তর: ঘ. ২০০৮ সালে

১০. স্টুডিও ঘিবলির প্রধান প্রতিষ্ঠাতা—

ক. নারুতো উজুমাকি

খ. হায়াও মিয়াজাকি

গ. সাতোশি কোন

ঘ. আকিরা তোরিয়ামা

উত্তর: খ. হায়াও মিয়াজাকি

১১. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান (এএসইএএন) প্রতিষ্ঠিত হয়—

ক. ১৯৬৭ সালে

খ. ১৯৭৩ সালে

গ. ১৯৮৫ সালে

ঘ. ২০০০ সালে 

উত্তর: ক. ১৯৬৭ সালে

১২. বাংলাদেশ মোট কয়টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত?

ক. ২টি

খ. ৩টি

ঘ. ৪টি

ঘ. ৫টি

উত্তর: খ. ৩টি (ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা প্লেট)

১৩. বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত শুল্কের পরিমাণ—

ক. ১৫%

খ. ২৩%

গ. ৩৭%

ঘ. ৪৪%

উত্তর: গ. ৩৭%

১৪.  যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পেট্রোডলার চুক্তি স্বাক্ষরিত হয়—

ক. ১৯৬৭ সালে

খ. ১৯৭১ সালে 

গ. ১৯৭২ সালে

ঘ. ১৯৭৪ সালে 

উত্তর: ঘ. ১৯৭৪ সালে

১৫. কোন মোগল সম্রাটের সময়ে ‘ঢাকা গেট’ নির্মাণ করা হয়?

ক. সম্রাট আওরঙ্গজেব 

খ. সম্রাট শাহজাহান 

গ. সম্রাট আকবর

ঘ. সম্রাট জাহাঙ্গীর 

উত্তর: ক. সম্রাট আওরঙ্গজেব (মূলত মগ দস্যুদের থেকে ঢাকাকে রক্ষা করার উদ্দেশ্যে মীর জুমলা এই গেট নির্মাণ করেন)

১৬. সম্প্রতি মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আভা সেতু কোন নদীর ওপর নির্মিত হয়েছিল?

ক. নাফ 

খ. ইয়াঙ্গুন 

গ. সিত্তাং

ঘ. ইরাবতী 

উত্তর: ঘ. ইরাবতী 

১৭. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

ক. প্রতিফলন 

খ. প্রতিসরণ 

গ. বিচ্ছুরণ 

ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন 

উত্তর: ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন 

১৮. ‘চুকনগর গণহত্যা’ সংঘটিত হয়—

ক. ৩১ মার্চ ১৯৭১

খ. ২০ মে ১৯৭১

গ. ২৬ আগস্ট ১৯৭১

ঘ. ১২ নভেম্বর ১৯৭১

উত্তর: খ. ২০ মে ১৯৭১

আরও পড়ুনজাতিসংঘে দাপ্তরিক ভাষা, ক্রু-৯, বাংলাদেশে স্টারলিংক, আরসা, রাবনাবাদ চ্যানেল কী—জানুন২৭ মার্চ ২০২৫

১৯. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী বর্তমানে প্রিমিয়ার লিগে কোন ক্লাবের সদস্য? 

ক. এভারটন

খ. ওয়েস্ট হাম ইউনাইটেড 

গ. শেফিল্ড ইউনাইটেড 

ঘ. ব্রেনফোর্ড

উত্তর: গ. শেফিল্ড ইউনাইটেড

২০. ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব কী নামে পরিচিত? 

ক. বৈসু

খ. সাংগ্রাই

গ. বিজু

ঘ. চৈত্রসংক্রান্তি 

উত্তর: ক. বৈসু

আরও পড়ুনওজোপাডিকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি৩০ মার্চ ২০২৫আরও পড়ুনসরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, মূল বেতন ১ লাখ ৪৯ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ