নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশানে একনাম কীর্তনের উদ্বোধন
Published: 31st, January 2025 GMT
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশানে তিন দিনব্যাপী একনাম কীর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই আয়োজন করা হয়।
সিটি কেন্দ্রীয় মহাশ্মশানের পুরোহিত শান্তি ঘোষালের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত একনাম কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একনাম কীর্তন অনুষ্ঠানের আয়োজন নিয়ে সৃষ্ট জটিলতার নিরসন হয়েছে। আপনারা নিশ্চিন্তে আপনাদের ভগবানের নাম কীর্তন করুন। কোন সমস্যা হলে প্রশাসনকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আপনাদের পাশে দাঁড়াবে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৫ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের পাশে এসে দাঁড়িয়েছিলো মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তেমনিভাবে ভবিষ্যতেও আপনাদের সুখে দুখে আমাদেরকে পাশে পাবেন।
এসময় শ্মশানের পুকুরসহ নানা স্থাপনা নিয়ে চলমান সমস্যাগুলো দ্রুতই নিরসন করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট রফিক আহমেদ, ডা: মুজিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, জাতীয়তাবাদী হিন্দু কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক অ্যাডভোকেট রাজিব মন্ডল সদস্য সচিব খোকন সাহা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্যসহ নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব এনপ র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম ও একটি এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা এমব্রয়ডারি কারখানায়ও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।