কুষ্টিয়ায় শিক্ষার্থীদের নিয়ে বায়োটেক স্কুলিং অনুষ্ঠিত
Published: 31st, January 2025 GMT
গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলিজস্টস (জিএনওবিবি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম বায়োটেক স্কুলিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চলে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবাসহ বিভিন্ন অনুজীবের মডেল উপস্থাপন, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বিভিন্ন অণুজীব দেখানোর ব্যবস্থা, টিস্যু কালচারসহ জীবপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এরপর এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা, জিন ক্লোনিং, টিস্যু কালচার, মাটিবিহীন চাষাবাদ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনাসহ আরো বিষয়ে পোস্টার প্রদর্শনের আয়োজন করা হয়।
প্রদর্শনী শেষে জীবপ্রযুক্তি বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বিজয়ী প্রথম তিনজনকে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া কুইজে সন্তোষজনক ফলাফলকারী প্রথম ৪০ জনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষায়িত গবেষণাগারসমূহ ঘুরে দেখার জন্য মনোনীত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির ইবি শাখার সভাপতি আবু রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.
প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও একই বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম।
প্রধান আলোচক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বায়োটেকনোলজি এবং এর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে স্লাইড প্রদর্শন করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. রেজুয়ানুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা জীবনে যেটাই করো না কেন, বিজ্ঞান অবশ্যই জানতে হবে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব ক্ষেত্রে বিজ্ঞান আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত।”
ঢাকা/তানিম/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ ইসল ম
এছাড়াও পড়ুন:
কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করলেন
৬ দফা দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস পেয়ে চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছেন কারিগরি শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
সংগঠনটি সংবাদ সম্মেলনে জানায়, আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ে এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ও রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে।
আরও পড়ুনকারিগরি শিক্ষার্থীদের দাবি কী, পূরণে বাধা কোথায়, কী চিন্তা করছে সরকার২১ এপ্রিল ২০২৫সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে সংগঠনটি জানায়। তবে তাঁদের ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠনে গড়িমসি দেখা গেলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন করা হবে।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
এসব দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কারিগরি শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিলেন। এর ফলে জনদুর্ভোগ তৈরি হয়।
আরও পড়ুনপলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি৩ ঘণ্টা আগে