কুষ্টিয়ায় শিক্ষার্থীদের নিয়ে বায়োটেক স্কুলিং অনুষ্ঠিত
Published: 31st, January 2025 GMT
গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলিজস্টস (জিএনওবিবি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম বায়োটেক স্কুলিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চলে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবাসহ বিভিন্ন অনুজীবের মডেল উপস্থাপন, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বিভিন্ন অণুজীব দেখানোর ব্যবস্থা, টিস্যু কালচারসহ জীবপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এরপর এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা, জিন ক্লোনিং, টিস্যু কালচার, মাটিবিহীন চাষাবাদ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনাসহ আরো বিষয়ে পোস্টার প্রদর্শনের আয়োজন করা হয়।
প্রদর্শনী শেষে জীবপ্রযুক্তি বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বিজয়ী প্রথম তিনজনকে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া কুইজে সন্তোষজনক ফলাফলকারী প্রথম ৪০ জনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষায়িত গবেষণাগারসমূহ ঘুরে দেখার জন্য মনোনীত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির ইবি শাখার সভাপতি আবু রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.
প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও একই বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম।
প্রধান আলোচক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বায়োটেকনোলজি এবং এর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে স্লাইড প্রদর্শন করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. রেজুয়ানুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা জীবনে যেটাই করো না কেন, বিজ্ঞান অবশ্যই জানতে হবে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব ক্ষেত্রে বিজ্ঞান আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত।”
ঢাকা/তানিম/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ ইসল ম
এছাড়াও পড়ুন:
দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে: বদিউল আলম
রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে। এটি করা গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
শনিবার (১ মার্চ) দুপুরে মানিক মিয়া এভিনিউতে সংগঠনটির এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইউএসএআইডি’র ২৯ মিলিয়ন ডলারের সাথে সুজনের কোনো সম্পর্ক নেই। সুজনের বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বিদেশিদের থেকে কোনো রকম সহায়তা নিতে পারে না সংগঠনটি সুজন। এ সময় শেখ হাসিনার স্বৈরাচার হওয়া ঠেকাতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন দরকার বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এম জি