বুড়িগঙ্গা নদী পুনরুজ্জীবিত করতে সরকারকে টাস্কফোর্সের সুপারিশ
Published: 31st, January 2025 GMT
বুড়িগঙ্গা নদী বিলুপ্তির পথে। তাই এ নদী এবং রাজধানী ঢাকার টিকে থাকার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। টাস্কফোর্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে ‘অর্থনৈতিক কৌশল পুনর্গঠন এবং সমতা ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ’ শীর্ষক টাস্কফোর্সের প্রতিবেদন হন্তান্তর করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইনের অধীনে নদীগুলোকে সচল থাকার অধিকার প্রদানের সঙ্গে সঙ্গে এই জরুরি পদক্ষেপগুলোকে সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে। ঢাকার পুনরুদ্ধার তার নদী দিয়ে শুরু হোক।’
গ্রামীণ স্কুল ও ক্লিনিক সংস্কার সম্পর্কে প্রতিবেদনে একটি কমিউনিটি ক্লিনিকের সঙ্গে একটি গ্রামীণ সরকারি স্কুল সংস্কারের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি পাইলট প্রকল্প শুরু করার প্রস্তাব করা হয়েছে। যদিও মৌলিক নীতিগুলো সরকারি হাসপাতালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই উদ্যোগটিতে গ্রামীণ শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিবেশের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং গ্রামীণ শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিবেশের উন্নয়ন জোরদার হবে।
প্রসঙ্গত, উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থায় ফাঁকফোকর খুঁজে বের করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য ১০ সেপ্টেম্বর ১২ সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়েছিল।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাকিব, তাইজুলের পর মিরাজ
অনেক প্রথমের সাক্ষী সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট তো বটেই ক্রিকেটেও সাকিবের হাত ধরে অনেক নতুন কীর্তি লিখা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন সাকিব। ৯১ ইনিংসে সাকিব ছুঁয়েছিলেন ২০০ টেস্ট উইকেটের কীর্তি।
সাকিবের দেখানো পথে হেঁটে তার পেছন ছুটেছিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার সাকিবের চেয়ে ৬ টেস্ট ইনিংস কম নিয়ে ২০০ উইকেট পেয়েছিলেন লাল বলের ক্রিকেটে। মেহেদী হাসান মিরাজ এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করলেন। এলিট এই ক্লাবে প্রবেশ করতে মিরাজের লাগল ৯৩ ইনিংস।
১৯০ উইকেট নিয়ে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন মিরাজ। প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়ে সংখ্যাটাকে ১৯৫ এ নিয়ে যান। দ্বিতীয় ইনিংসেও একই ধারাবাহিকতা ধরে রাখলেন অফস্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে পেলেন আবার ৫ উইকেট। তাতে সিলেটেই লিখা হয়ে গেল তার ইতিহাস।
আরো পড়ুন:
সিলেট, জিম্বাবুয়ে ‘ভূত’ ও ‘বিটিভি যুগের’ বাংলাদেশ
শান্ত কেন ‘অশান্ত?’
সাকিব ৭১ টেস্টে ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়ে রয়েছেন সবার উপরে। ৫২ টেস্টে ৯৩ ইনিংসে তাইজুল ইসলামের উইকেট ২১৯টি। তাইজুলের সঙ্গে ছুটছেন মিরাজ। সমান ম্যাচে দুই ইনিংস কম খেলে মিরাজের উইকেট দুইশটি।
ঢাকা/আমিনুল