মালদ্বীপে ৪৬ জন অনিয়মিত প্রবাসী আটক
Published: 31st, January 2025 GMT
মালদ্বীপের কে হুরা দ্বীপে অভিযান চালিয়ে ৪৬ জন অনিয়মিত প্রবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে, হুরায় অনিয়মিতভাবে বসবাসকারী ৪৬ অভিবাসীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে, তাদের পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।
২০২৩ সালে মালদ্বীপে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ পর্যন্ত ৫ হাজারের বেশি প্রবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মালদ্বীপের রাজধানী মালেতে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের ভয়ে অনেক প্রবাসী বিভিন্ন দ্বীপে চলে যাওয়ার পর ইমিগ্রেশন বিভাগ ২০২৪ সালের অক্টোবরে সেসব দ্বীপেও অভিযান শুরু করে।
অবৈধ অভিবাসন ঠেকাতে মালদ্বীপে ‘অপারেশন কুরাঙ্গি’ শীর্ষক অভিযান চালানো হচ্ছে। অপারেশন কুরাঙ্গির উদ্দেশ্য—মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসীর বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করা। এ পর্যন্ত ২৫ হাজার প্রবাসীর বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করা হয়েছে।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।