আজ শুক্রবার বিকাল ৫টা ১০ মিনিটে চ্যানেল আইয়ের ছাদবারান্দায় শুরু হচ্ছে ১২ তম বাংলা খেয়াল উৎসব। সংগীতজ্ঞ আজাদ রহমানের হাত ধরে চ্যানেল আইয়ে প্রথমবার শুরু হয়েছিল বাংলা খেয়াল উৎসব।

বাংলা খেয়ালের উদ্যোক্তা ছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার বসছে উৎসবের ১২ তম আসর। দেশের খ্যাতিমান শিল্পী করিম শাহাবুদ্দিন, অসিত কুমার, প্রিয়াঙ্কা গোপ,ফেরদৌস আরারসহ আরও অনেক গুনী শিল্পীর পাশাপাশি শতাধিক শিশুশিল্পী  এই উৎসবে অংশগ্রহণ করবেন রাতভর  এ আয়োজনে।

আয়োজনটি নিয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, প্রতিবছর খেয়াল উৎসবে বেশ সাড়া পেয়ে আসছি। এবার ১২তম আসরে থাকবে খ্যাতিমান শিল্পীদের পরিবেশনা। এক যুগের ইতিহাসে পা রাখছে। আশা করছি, আয়োজনটি সার্থক ও সুন্দর হবে’। রাতভর খেয়াল পরিবেশনা শেষে উৎসবের ইতি ঘটবে আগামীকাল ১  ফেব্রুয়ারি সকাল ৯টায়।

   

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কানাডার টরেন্টোতে বাংলা বর্ষবরণ উৎসব

উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩২। কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ উৎসবে মেতেছিলেন অন্যরকম এক মিলনমেলায়।

স্থানীয় সময় রোববার দুপুর ১টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয় শপার্স ওয়ার্ল্ড এর পার্কিং লট থেকে। এসময় প্রচুর সংখ্যক অভিবাসী বাঙালি পায়ে হেঁটে টায়রা এভিনিউ ধরে সমবেত হন ডেন্টনিয়া পার্ক শহীদ মিনার পাদদেশে। 

টরেন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা ডেন্টোনিয়া পার্কে বৈশাখের রঙ, ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। এদিন শিশু কিশোরদের হাতে মুখ ও মুখোশ নিয়ে ছিল বৈশাখী মঙ্গলশোভা যাত্রা।

আয়োজকরা জানান, নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে তুলে ধরাই ছিল বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য।

সম্পর্কিত নিবন্ধ

  • কানের ইতিহাসে এবারই প্রথম
  • অষ্টগ্রামের বিস্তীর্ণ হাওরের বুকে ধান কাটার উৎসব
  • এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, রান উৎসবের ম্যাচে হেরে গেল লাহোর
  • ভেড়াডহর গ্রামে উরিগানের আসরে
  • এমপিওভুক্ত পৌনে ৫ লাখ শিক্ষকের বোনাস বাড়ছে
  • প্রথম আলোর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব আগামী ১৫ ও ১৬ মে
  • পয়লা বৈশাখের পর বৈশাখী ভাতা পেলেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা
  • কানাডার টরেন্টোতে বাংলা বর্ষবরণ উৎসব
  • আরাকান আর্মির বাংলাদেশের আকাশীমা লংঘ‌নের প্রতিবাদ
  • অনুপ্রবেশ করে আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: জামায়াত