মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত
Published: 31st, January 2025 GMT
মুন্সীগঞ্জ সদরে প্রতিপক্ষের গুলিতে পিংকি আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে ঘটনাটি ঘটে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, “শরীরের ডান পাশে কোমড়ের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে গেছে। আহত নারী বর্তমানে শঙ্কা মুক্ত।”
আরো পড়ুন:
গোপালগঞ্জে ‘সমন্বয়ক’ আখ্যা দিয়ে হামলা, আহত ৮
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা, তদন্ত কমিটি পুনর্গঠন
আরো পড়ুন: মেঘনায় ‘বালুখোকো’ কানা জহির-মিজি গ্রুপের গোলাগুলি, নিহত দুই
আহত নারীর স্বামী সম্রাট ও তার বাবা শাহজাহান সরকার জানান, গত বৃহস্পতিবার নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে কিবরিয়া মিজি ও কানা জহিরের গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হন। এরই জেরে আজ সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন। এসময় গুলিতে আহত হন ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তার। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঢাকা/রতন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোনালী ব্যাংক পেল টিসিবির সম্মাননা স্মারক
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা দানের স্বীকৃতি হিসেবে সোনালী ব্যাংক পিএলসিকে সম্মাননা স্মারক দিয়েছে টিসিবি।
বুধবার (২৩ এপ্রিল) আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে টিসিবি আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ইসপাহানি ইসলামের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।
এসময় টিসিবির কার্যক্রমে সন্তোষজনক সেবা দানের জন্য প্রধান অতিথি ও টিসিবির পক্ষ থেকে সোনালী ব্যাংকের প্রতি ধন্যবাদ জানানো হয়।
ঢাকা/রাজীব