বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আখ্যা দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে ঢুকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে শহরের নতুন স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ক্যামেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সেলিম রেজা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইমরান, কৃষি বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের তাহমিদ, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইয়াজদানী, আসাদুল্লাহ ও খালিদ। আহত একজনের নাম জানা যায়নি।

আহত শিক্ষার্থীরা জানান, শহরের নতুন স্কুল রোড এলাকায় বাসা ভাড়া নিয়ে মেস করে থাকেন তারা। গত রাতে একদল দুর্বৃত্ত সমন্বয়ক আখ্যা দিয়ে মেসে ঢুকে হামলা চালিয়েছে। এতে আট শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে, গুরুতর পাঁচ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা, তদন্ত কমিটি পুনর্গঠন

ধামরাইয়ে মাজার ভাঙচুরের ঘটনা পিবিআইকে তদন্তের নির্দেশ

আহত শিক্ষার্থী ইয়াজদানী আলী বলেন, ‘‘গত রাতে মেসে প্রবেশের সময় একদল দুর্বৃত্ত পথ আটকিয়ে আমাদের পরিচয় জানতে চায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানালে ‘তোরা সমন্বয়ক’ আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালানো হয়। পরে সেখান থেকে পালিয়ে মেসে ঢুকলে তারাও মেসে প্রবেশ করে পুনরায় হামলা চালায়।’’

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘‘হামলার ঘটনায় সেলিম রেজা নামের এক ছাত্র মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’’

ঢাকা/বাদল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত গ প লগঞ জ সমন বয়ক

এছাড়াও পড়ুন:

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট

‘টোয়ালাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট বিয়ে করেছেন। গত ১৯ এপ্রিল তার দীর্ঘদিনের বান্ধবী এবং চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। খবরটি নিশ্চিত করেছে টিএমজেড। সূত্র অনুসারে, স্টুয়ার্টের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেছেন। বাগদানের ঘোষণা দেওয়ার চার বছর পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।  

জানা গেছে, এক সপ্তাহ আগে আদালত থেকে এই দম্পতি তাদের বিয়ের লাইসেন্স পেয়েছেন। স্টুয়ার্টের বাসভবনে তার পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নবসম্পতির বিয়ের অনুষ্ঠানের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ছবিতে মেয়ারকে সাদা পোশাকে দেখা যাচ্ছে, অন্যদিকে স্টুয়ার্টকে ধূসর পোশাকে দেখা যাচ্ছে। একটি ছবিতে ‘স্পেন্সার’ তারকা মেয়ারের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন।

এর আগে ২০২১ সালের নভেম্বরে, স্টুয়ার্ট একটি সাক্ষাৎকারে মেয়ারের সাথে তার বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, ‘টোয়াইলাইট’ সিরিজে তার দুর্দান্ত অভিনয়ের পর ক্রিস্টেন স্টুয়ার্ট একটি পরিচিত নাম হয়ে ওঠেন। তিনি তার সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। চার বছর ডেটিং করার পর দু’জন আলাদা হয়ে যান। তিনি পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সাথেও ডেট করেছিলেন।

২০১৭ সালে, স্টুয়ার্ট উভকামী হিসেবে নিজেকে পরিচয় দিতে শুরু করেন।  ২০১৯ সালে তা ডিলান মেয়ারের সাথে সম্পর্ক শুরু করেন এবং দু’জনেই ২০১৯ সালের অক্টোবরে ইনস্টাগ্রামে তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। এই দম্পতি ২০২১ সালে বাগদান সারেন এবং এখন তারা সারাজীবন একসাথে থাকার শপথ নিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতের কাছে বিকল্প কী?
  • পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের শঙ্কা
  • ভারত-পাকিস্তান উত্তেজনা কতটা গড়াতে পারে
  • কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি, আরও তিন বিশ্ববিদ্যালয়ে অনশন
  • লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় সাংবাদিক কারাগারে
  • দোকানে বসেছিলেন যুবদলকর্মী ইব্রাহিম, তিন অটোরিকশায় এসে বুকে-মাথায় গুলি
  • দোকানে বসেছিলেন যুবদলকর্মী ইব্রাহিম, তিনটি অটোরিকশায় এসে বুকে-মাথায় গুলি
  • লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাংবাদিক রুবেল গ্রেপ্তার
  • দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
  • শ্রীলঙ্কার ইস্টার বোমা হামলায় নিহতদের স্বীকৃতি দিল ভ্যাটিকান