রোনালদোর রেকর্ড, ‘রেকর্ডের রোনালদো’
Published: 31st, January 2025 GMT
সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) রাতে আল রায়েদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। রায়েদের ঘরের মাঠ কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে এ রাতে সমর্থকরা একসাথে গলা ফাটাতে লাগলেন ‘মেসি-মেসি’ বলে। নিশ্চিতভাবেই তারা প্রতিপক্ষ শিবিরের সবচেয়ে বড় তারকা রোনালদোকে ক্ষেপানোর জন্যই এই কাজ করছিলেন। সবাইকে অবাক করে দিয়ে আওয়াজ আরও বাড়ানোর জন্য রোনালদো দর্শকদের উদ্দেশ্যে আহ্বান জানালেন! রোনালদো তো বহু আগেই বলে দিয়েছিলেন, “আপনাদের ঘৃণা আমাকে অদম্য করে।”
হলোও তাই, প্রতিপক্ষ সমর্থকদের অপমান রোনালদোকে শানিত করল। ম্যাচে আল নাসর ২–১ গোলে জয় লাভ করল আল রায়েদের বিপক্ষে। অসাধারণ একটি গোল করে এই জয়ে দারুণ অবদান রেখেছেন নাসরের সবচেয়ে বড় তারকা রোনালদো। তাতে এই পর্তুগিজ মহাতারকার রেকর্ডের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। তবে, গোল করিয়ে নয় বরং ম্যাচটি জিতে তিনি একটি মাইলফলক স্পর্শ করেছেন।
আরো পড়ুন:
নারী ফুটবলাররা বাটলারকে কোচ হিসেবে না চাওয়ার যত কারণ
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে কে কার প্রতিপক্ষ
স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো পর্তুগিজ ক্লাবটির হয়ে ১৩টি ম্যাচ জিতেছিলেন। এরপর দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২১৪টি ম্যাচে জয় লাভ করেন। তবে রোনালদো সব রেকর্ড এলোমেলো করে দেন রিয়াল মাদ্রিদে জার্সি গায়ে তুলে। লস ব্ল্যাঙ্কসদের হয়ে তিনি সবচেয়ে বেশি ৩১৬টি ম্যাচে জয়ী হন। রিয়াল ছেড়ে রোনালদো ২০১৮ সালে যোগ দেন জুভেন্টাসে। ‘তুরিনের বুড়িদের’ হয়ে তিনি ৯১ ম্যাচে জয়লাভ করেন।
বর্তমানে আল নাসরের হয়ে রোনালদো ৬৬ ম্যাচে জয় লাভ করেছেন। সব মিলিয়ে, তার ক্লাব ক্যারিয়ারে মোট ৭০০ ম্যাচের জয় একটি অপ্রতিদ্বন্দ্বী মাইলফলক, যা এখনও অন্য কোনো ফুটবলার অর্জন করতে পারেনি। উল্লেখ্য আল নাসরের হয়ে ৯৪ ম্যাচে রোনালদোর গোল পেয়েছেন ৮৫টি। এই পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারের গোল সংখ্যা এখন ৯২১টি। ‘১০০০’ থেকে ৭৯ কদম পেছনে তিনি।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ল ভ কর র কর ড
এছাড়াও পড়ুন:
রিয়াল মাদ্রিদের ১০ হাজার গোল: কবে, কীভাবে, কোথায়
রিয়াল মাদ্রিদ-সোসিয়েদাদ কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল কোনটি? কোনো দ্বিধা ছাড়াই সবাই বলবেন ১১৫তম মিনিটে অ্যান্টনিও রুডিগারের গোলের কথা। যে গোলে ম্যাচ জিতে কোপা দেল রের ফাইনালে উঠেছে রিয়াল। তবে মঙ্গলবার রাতের ম্যাচটিতে রিয়ালের তৃতীয় গোলটি করে আজীবনের জন্য বিশেষ এক তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন অরেলিয়েঁ চুয়ামেনি।১০০০০
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৮৫তম মিনিটে করা অরেলিয়েঁ চুয়ামেনির গোলটি রিয়াল মাদ্রিদের ১০ হাজারতম অফিশিয়াল গোল।
১২৩রিয়াল মাদ্রিদ ইতিহাসের প্রথম গোলটি করেছিলেন আইরিশ ফুটবলার আর্থার জনসন। করোনেশন কাপে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সেই ম্যাচটি ছিল ১৯০২ সালের ১৩ মে। প্রায় সোয়া শ বছর পর ১০ হাজারতম গোলের দেখা পেল মাদ্রিদের ক্লাবটি।
লিগেই অর্ধেকের বেশিরিয়াল মাদ্রিদের ১০ হাজার গোলের মধ্যে অর্ধেকের বেশি ৬৫৪৫টিই এসেছে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগায়।
২রিয়ালের হাজারতম গোলের মাইলফলক ছোঁয়া খেলোয়াড় ১০ জন। এর মধ্যে অরেলিয়েঁ চুয়ামেনি দ্বিতীয় ফরাসি। আগেরজন করিম বেনজেমা, যিনি ২০১০ সালে রিয়ালের ৮ হাজারতম গোলটি করেছিলেন।
হাজারের বেশিশীর্ষ লিগ ছাড়াও ন্যূনতম ১ হাজার গোল হয়েছে আরও দুটি প্রতিযোগিতায়। এর মধ্যে স্প্যানিশ কাপ প্রতিযোগিতায় ১৪১৭টি, ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে ১১০৩টি।
মাইলফলকে কে, কবে, কখন