রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার রোদের দেখা মেলেনি। দেশের দুয়েক স্থানে সামান্য বৃষ্টিও হয়েছে। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায়ও কমেনি তাপমাত্রা। এক দিনের ব্যবধানে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। এমন অবস্থার মধ্যে আজ দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ দেশে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হবে। গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৭৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হয় ৫টা ৪৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৬টা ৩৯ মিনিটে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এখানে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা—৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। সকাল ৬টার মধ্যে কুমিল্লায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ৬টার পর নোয়াখালীর মাইজদিতে সামান্য বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। তিনি বলেন, আজ সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা আছে।
চলতি জানুয়ারি মাসে মাত্র একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তা–ও এক দিন। আজ এই মেঘলা আবহাওয়ার মধ্যেও তাপমাত্রা তেমন কমল না। আগামীকালও তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে বলে জানিয়েছেন শাহনাজ সুলতানা। তিনি বলেন, তবে রবি বা সোমবারে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তা শৈত্যপ্রবাহের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নেই।
আজ রাজধানীতে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। আজ নগরীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমকি ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল কিছু এলাকায় কুয়াশা থাকলেও অনেক স্থানে আজকের মেঘলা আবহাওয়া না–ও থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো.
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স লস য় স আজ দ শ অবস থ
এছাড়াও পড়ুন:
অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খুব একটা জমেনি লড়াই। ফেরান তোরেসের কল্যাণে প্রথম আধা ঘন্টায় পাওয়া গোল বাকি সময়ে আগলে রাখল বার্সেলোনা। তাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠল কাতালান দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা পৌঁছে গেল টানা ২১ ম্যাচে। লা লিগার শীর্ষে থাকা দলটি এই বছরে এখনও কোনো ম্যাচ হারেনি।
বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। আগামী ২৬ এপ্রিলের শিরোপা নির্ধারণী ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে এল-ক্লাসিকো মহারণ।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ তৈরি করছিলেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল খেলছিলেন, সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে ছিলেন কার্যকর।
প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে নেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ আক্রমণ বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন আনে। গ্রিজমানের শট পোস্টের বাইরে চলে যায়, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ হাতছাড়া করেন। বার্সেলোনা এরপর রক্ষণ সামলে খেলতে শুরু করে এবং প্রতিপক্ষকে গোলের সুযোগ দিতে চায়নি।
ম্যাচের শেষ মুহূর্তে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। অ্যাটলেটিকো শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি, বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।