কামরাঙ্গীচরের সেই ঘটনা নিয়ে যা বললেন অপু বিশ্বাস
Published: 31st, January 2025 GMT
একের পর এক বাধার মুখে পড়ছেন ঢাকাই শোবিজের শিল্পীরা। মেহজাবীন, পরীমণির পর সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচরে এক রেস্টুরেন্ট উদ্বোধনে একই ঘটনার শিকার হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পুরো বিষয়টি নিয়েই শুরু থেকে নীরব ভূমিকায় ছিলেন অপু বিশ্বাস।
অবশেষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মুখ খুলেছেন তিনি। রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাসকে বাধা দেওয়া হয়েছে বলে যে খবর, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন নায়িকা।
জানা গেছে, ঢাকার কামরাঙ্গীচরে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল অপু বিশ্বাসের। স্থানীয় ‘মুসল্লি’রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই সেই রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।
এ প্রসঙ্গে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
তবে অপু বিশ্বাস কেন অনুষ্ঠানে যাননি, এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বলল, আপু, টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ কিন্তু কেন, পাল্টা প্রশ্নে অপু জানান, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইফতারের দোয়া
রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।
নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)
ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)
ইফতারের দোয়া বাংলাহে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।
রোজার নিয়ত