সবার আগে সুপার ফোরে খেলা নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্সের। টানা আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি এখন শঙ্কায় দ্বিতীয় স্থান ধরে রাখা নিয়ে। দুর্বার রাজশাহীর কাছে দুই ম্যাচে হারের পর গতকাল খুলনা টাইগার্সের কাছেও পরাজিত হলো দলটি।
গতকাল ৪৬ রানে হেরে খুলনাকে দিয়েছে সুপার ফোরের লাইফলাইন। রংপুর লিগ পর্ব শেষ করেছে ১৬ পয়েন্টে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া খুলনার শেষ ম্যাচ শনিবার ঢাকা ক্যাপিটালের বিপক্ষে। ছন্দে থাকা খুলনা শেষ ম্যাচ জিতে গেলে রান রেটে এগিয়ে থেকে সুপার ফোরে খেলবে। সে ক্ষেত্রে বাদ পড়বে দুর্বার রাজশাহী। বরিশাল, রংপুরের পর সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে চিটাগং কিংস। গতকাল সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ৯৬ রানে হারিয়েছে তারা। চিটাগংয়ের এ জয়ে আরেকটি সমীকরণ সামনে এসেছে। লিগের শেষ ম্যাচে বরিশালকে হারাতে পারলে রান রেটের জোরে দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবে। সে ক্ষেত্রে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বরিশাল হবে তাদের প্রতিপক্ষ।
গতকাল দিনের প্রথম ম্যাচে নাঈম ইসলামের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২০ রান করে খুলনা। ৬৬ বলে ১১১ রানে অপরাজিত নাঈম। জবাবে সৌম্যর ৭৪ রানে ৯ উইকেটে ১৭৪ রান করে রংপুর। এদিকে দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ৮ উইকেটে ১৯৬ রান করে চিটাগং। খাজা নাফায়া ৫২ ও মোহাম্মদ মিঠুন ৫২ রান করেন। তানজিম হাসান সাকিব নেন তিন উইকেট। জবাবে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ চারটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল র ন কর গতক ল উইক ট
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’