ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১৪৪ বছর পর শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। সেখানে পদপিষ্ট হয়ে বহুজন হতাহত হয়েছেন। এ মেলায় ফুল বিক্রি করতে গিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন ষোড়শী মোনালিসা ভোসলে। ভাইরাল সেই মোনালিসা অভিনয় করতে যাচ্ছেন বলিউড সিনেমায়। খবর এনডিটিভির।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মোনালিসা। সিনেমাটির লেখক-পরিচালক সনোজ মিশ্রা। এর আগে এই পরিচালক নির্মাণ করেন ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’-এর মতো আলোচিত সিনেমা। এই নির্মাতা মোনালিসার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে আলোচনা করেন এবং সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন।

মোনালিসার সঙ্গে তোলা ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন পরিচালক সনোজ মিশ্রা। এক পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “ধনী ও বড় পরিবারের দুষ্ট, মাতাল মেয়েদের পরিবর্তে, আমি আমার সিনেমার জন্য একজন গরীব ও সংস্কৃতিমনা মেয়েকে বেছে নিয়েছি। যদিও এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ।”

আরো পড়ুন:

শ্রীদেবী কন্যাকে কখনো কেউ প্রেমের প্রস্তাব দেননি

ভুল বোঝাবুঝি থেকে হৃতিক-সুজানের বিচ্ছেদ: রাকেশ রোশান

সনোজ মিশ্রা তার দাদুর বলা একটি গল্প উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। তা বর্ণনা করে এই পরিচালক লেখেন, “ছোটবেলায় আমার দাদু রূপকথার গল্প বলতেন। একটি গল্প এমন ছিল— একটি মেয়ে যে খুব গরীব ছিল। মানুষজন তাকে অনেক নির্যাতন করত। এক রাতে মেয়েটি একটি পরির দেখা পান। সেই পরি মেয়েটির উপর একটি জাদুর কাঠি নাড়ায়। এরপর তার ভাগ্য বদলে যায়। এই গল্পটি সত্যি হলো। আমরা সবাই দেখেছি, মহাকুম্ভে মহাদেব তাকে আশীর্বাদ করেছিলেন। আর সেই গরীব সাধারণ মেয়েটি আজ সারা দেশে বিখ্যাত।”

দীর্ঘ দিন ধরে উত্তরপ্রদেশের নর্মদা নদীর তীরে কিলা ঘাটে ফুল ও মালা বিক্রি করে মোনালিসা। কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করার সময়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের নজরে পড়েন। মেয়েটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। মোনালিসার আকর্ষণীয় চেহারা, বিশেষ করে তার চোখ, তাকে ইন্টারনেট সেনসেশন করে তোলে।

অন্তর্জালে জনপ্রিয় হয়ে উঠার পর মোনালিসার ব্যবসায় দারুণ প্রভাব পড়েছে। কারণ মানুষজন ফুল কেনার পরিবর্তে তার সঙ্গে সেলফি তুলতে ভিড় করতে শুরু করেন। এ নিয়ে বিশৃঙ্খলাও তৈরি হয়। পরে বাধ্য হয়ে মহাকুম্ভ মেলা থেকে মহেশ্বরে তার নিজ বাড়িতে ফিরে আসেন মোনালিসা।

মহাকুম্ভ মেলা থেকে ভাইরাল মোনালিসা আগেই জানিয়েছিলেন, তার ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার। তেমন সুযোগ পেলে আর পরিবারের সম্মতি পেলে অবশ্যই তিনি তার স্বপ্নপূরণ করবেন। অবশেষে মোনালিসার সুপ্ত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র পর ব

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’

আরো পড়ুন:

ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

‘ঈদযাত্রায় এবারের মতো স্বস্তি আর কখনো পাইনি’

‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • আশাশুনিতে মদপানে তিন যুবকের মৃত্যু, অসুস্থ ৯  
  • চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ করছিলেন ৪ তরুণ, পড়ে দুজনের মৃত্যু
  • আমার অ্যালার্জির সমস্যা আছে, কী করি?
  • শাকিবের ‘বরবাদ’ দেখে কী বলছেন দর্শকরা?
  • গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র
  • কটিয়াদীতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • সব কাজ সামলে নিজেদের স্বাস্থ্যের জন্য সময় বের করা কঠিন, মুটিয়ে যাওয়ার সমস্যায় অনেক নারী
  • কেন ট্রলের শিকার হচ্ছেন সৌরভের স্ত্রীর ডোনা গাঙ্গুলী
  • টিভি পর্দায় ‘তুফান’
  • ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১