Samakal:
2025-03-03@20:30:17 GMT

প্লে-অফে সিটির মুখোমুখি রিয়াল!

Published: 31st, January 2025 GMT

প্লে-অফে সিটির মুখোমুখি রিয়াল!

শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের গ্রুপ পর্ব। ১৮ ম্যাচের পাগলাটে রাতে নির্ধারিত হয়েছে কারা সরাসরি শেষ ষোলোতে খেলবে, কারা প্লে-অফে জায়গা করে নিয়েছে এবং কারা বাদ পড়েছে। গ্রুপ পর্বে আসলে তেমন কোনো অঘটনই ঘটেনি। শঙ্কা উড়িয়ে দিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও পিএসজি। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া এড়ালেও স্বস্তিতে নেই পেপ গার্দিওলার সিটি। প্লে-অফে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে প্লে-অফ পর্বের ড্র। দুই লেগের প্লে-অফ শেষে হবে শেষ ষোলোর ড্র।

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনালসহ শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে খেলবে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ খেলবে। প্লে-অফে জায়গা পাওয়া ১৬ দলের মধ্যে ৯ থেকে ১৬ নম্বরে থাকা দলগুলোকে বাছাই এবং ১৭ থেকে ২৪ নম্বরকে অবাছাই হিসেবে ধরা হয়েছে। প্লে-অফে বাছাই দলগুলো খেলবে অবাছাইয়ের বিপক্ষে। তাই বলে উন্মুক্ত ড্র হচ্ছে না। ৯ম ও ১০ম স্থানে দল প্লে-অফে পাবে ২৩ বা ২৪ নম্বর দলকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়ে ২২ নম্বর হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে সিটি। তারা মুখোমুখি হবে ১১ বা ১২ নম্বর দলের। ১১ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ এবং ১২ নম্বরে আছে বায়ার্ন মিউনিখ। ফুটবলপ্রেমীদের ধারণা, রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে সিটি।

সিটি বস পেপ গার্দিওলা অবশ্য প্লে-অফ প্রতিপক্ষ নিয়ে ভয় পাচ্ছেন না, ‘এই মুহূর্তে আমি ভীষণ বাস্তববাদী। ড্রতে যাদের পাব, তাদের বিপক্ষেই খেলতে হবে। একটি দল হলো টুর্নামেন্টের রাজা (১৫ বার শিরোপাজয়ী রিয়াল), আরেক দল সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় রাজা (৬ বার জয়ী বায়ার্ন)। গত কিছুদিন ধরে রিয়াল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ভিনির (কোম্পানি) কোচিংয়ে বায়ার্ন দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে। আমরা খেলছি হাজার সমস্যাকে সঙ্গী করে। এই মুহূর্তে ওরাই ফেভারিট। তবে সপ্তাহ দুয়েক পর আমরা ভালো অবস্থায় থাকব।’ রিয়াল বস কার্লো আনচেলেত্তি অবশ্য রিয়ালকে এড়াতে চাচ্ছেন, ‘সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা বেশি (সেল্টিকের তুলনায়)। সিটিকে পেলে আমাদের কাজ বেশি কঠিন হবে। সিটির বিপক্ষে খেলতে আমরা পছন্দ করি না।’ রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহাম অবশ্য কাউকে ভয় পাচ্ছেন না।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল গ র প পর ব

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ