Samakal:
2025-04-05@22:11:14 GMT

প্লে-অফে সিটির মুখোমুখি রিয়াল!

Published: 31st, January 2025 GMT

প্লে-অফে সিটির মুখোমুখি রিয়াল!

শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের গ্রুপ পর্ব। ১৮ ম্যাচের পাগলাটে রাতে নির্ধারিত হয়েছে কারা সরাসরি শেষ ষোলোতে খেলবে, কারা প্লে-অফে জায়গা করে নিয়েছে এবং কারা বাদ পড়েছে। গ্রুপ পর্বে আসলে তেমন কোনো অঘটনই ঘটেনি। শঙ্কা উড়িয়ে দিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও পিএসজি। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া এড়ালেও স্বস্তিতে নেই পেপ গার্দিওলার সিটি। প্লে-অফে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে প্লে-অফ পর্বের ড্র। দুই লেগের প্লে-অফ শেষে হবে শেষ ষোলোর ড্র।

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনালসহ শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে খেলবে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ খেলবে। প্লে-অফে জায়গা পাওয়া ১৬ দলের মধ্যে ৯ থেকে ১৬ নম্বরে থাকা দলগুলোকে বাছাই এবং ১৭ থেকে ২৪ নম্বরকে অবাছাই হিসেবে ধরা হয়েছে। প্লে-অফে বাছাই দলগুলো খেলবে অবাছাইয়ের বিপক্ষে। তাই বলে উন্মুক্ত ড্র হচ্ছে না। ৯ম ও ১০ম স্থানে দল প্লে-অফে পাবে ২৩ বা ২৪ নম্বর দলকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়ে ২২ নম্বর হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে সিটি। তারা মুখোমুখি হবে ১১ বা ১২ নম্বর দলের। ১১ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ এবং ১২ নম্বরে আছে বায়ার্ন মিউনিখ। ফুটবলপ্রেমীদের ধারণা, রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে সিটি।

সিটি বস পেপ গার্দিওলা অবশ্য প্লে-অফ প্রতিপক্ষ নিয়ে ভয় পাচ্ছেন না, ‘এই মুহূর্তে আমি ভীষণ বাস্তববাদী। ড্রতে যাদের পাব, তাদের বিপক্ষেই খেলতে হবে। একটি দল হলো টুর্নামেন্টের রাজা (১৫ বার শিরোপাজয়ী রিয়াল), আরেক দল সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় রাজা (৬ বার জয়ী বায়ার্ন)। গত কিছুদিন ধরে রিয়াল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ভিনির (কোম্পানি) কোচিংয়ে বায়ার্ন দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে। আমরা খেলছি হাজার সমস্যাকে সঙ্গী করে। এই মুহূর্তে ওরাই ফেভারিট। তবে সপ্তাহ দুয়েক পর আমরা ভালো অবস্থায় থাকব।’ রিয়াল বস কার্লো আনচেলেত্তি অবশ্য রিয়ালকে এড়াতে চাচ্ছেন, ‘সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা বেশি (সেল্টিকের তুলনায়)। সিটিকে পেলে আমাদের কাজ বেশি কঠিন হবে। সিটির বিপক্ষে খেলতে আমরা পছন্দ করি না।’ রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহাম অবশ্য কাউকে ভয় পাচ্ছেন না।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল গ র প পর ব

এছাড়াও পড়ুন:

ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্কনীতি ঘোষণার পর অর্থনৈতিক খাতে শোচনীয় অবস্থার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ। শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা।

গতকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ‘হ্যান্ডস অফ’ নামে বিক্ষোভে হয়। বিদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিক ডেমোক্র্যাট দলের সদস্যরা এ বিক্ষোভের ডাক দেন।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ১ ঘণ্টা আগে

জার্মানির বার্লিনে টেসলার বিক্রয়ক্রেন্দ্রের সামনে বিক্ষোভকারী জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিলো। প্ল্যাকার্ডে জার্মানিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

ফ্রাঙ্কফুর্ট শহরে বিক্ষোভে অংশ নেওয়া ডেমোক্র্যাট সমর্থকেরা ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান। তাঁদের হাতে ধরা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘গণতন্ত্র রক্ষা করুন’, ‘হ্যান্ডস অফ’ বা ‘আমাদের নিজের মতো চলতে দাও’, ‘ট্রাম্প তোমার কর্মকান্ডে বিশ্ববাসী বিরক্ত, তুমি চলে যাও’।

বার্লিনে ইলন মাস্কের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারী। তারা বলেছেন, ‘ইলন তোমাকে কেউ ভোট দেয়নি’।

ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যালেস দে লা রিপাবলিকেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এতে দুই শতাধিক বিক্ষোভকারী অংশ নেন। যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক।

এ সময় কয়েকজন বিক্ষোভকারী ট্রাম্পের সমালোচনা করেন। অনেকের হাতে ‘অত্যাচারীকে প্রতিহত করুন’, ‘আইনের শাসন’ ও ‘গণতন্ত্র রক্ষা করুন’ লেখা ব্যানার দেখা যায়।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ও পর্তুগালের রাজধানী লিসবনসহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্কবিরোধী বিক্ষোভ হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ