তিতুমীরের শিক্ষার্থীদের অনশন চলছে
Published: 31st, January 2025 GMT
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ওই কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) তিতুমীর কলেজের মূল ফটকের সামনে গিয়ে দেখা গেছে, অনশনরত শিক্ষার্থীদের পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও সেখানে অবস্থান করছেন।
তিতুমীর ঐক্যর উপদেষ্টা নূর মোহাম্মদ বলেছেন, “গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি আমাদের কোনো বিষয়ে আশ্বস্ত করতে পারেননি। গত ৫ মাসে ফিজিবিলিটি টেস্টের নামে আমাদের সঙ্গে যে প্রহসন করা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। আমরা সাত দফা দাবিতে অনড়।”
নতুন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের এই অনশন কর্মসূচির ৪১ ঘণ্টা হয়েছে। কিন্তু, আমরা এখনো কোন আশানুরুপ ফল পাই নি। যদি রাষ্ট্রপক্ষ থেকে কোনো বার্তা না আসে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির বিষয়ে, পরবর্তী সময়ে আমাদের কর্মসূচি তিতুমীর ঐক্যের অফিসিয়াল পেজে জানিয়ে দেব।”
অনশনরত এক শিক্ষার্থী বলেন, “সড়ক ছেড়ে দিয়েছি জনদুর্ভোগ কমাতে। আমরা কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছি। যতক্ষণ না রাষ্ট্র আমাদের যৌক্তিক দাবির মর্যাদা দেয়, ততক্ষণ এ অনশন চালিয়ে যাব।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় তিতুমীর কলেজের সাত শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন আছেন।
গত বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ঢাকা/উম্মে হাফছা/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১১ জনকে গ্রেপ্তার
আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।
তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।