টাঙ্গ‌াইলের কা‌লিহাতী‌ মহাসড়‌কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় রা‌কিব মোল্ল‌্যা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন। 

শুক্রবার (৩১ জানুয়া‌রি) ভো‌রে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার পুং‌লি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

নিহত রা‌কিব মোল্ল‌্যা ব‌রিশা‌লের লাকু‌টিয়া এলাকার রুহুল আমীন মোল্ল‌্যার ছে‌লে। তিনি মোটরসাইকেল‌যো‌গে উত্তরব‌ঙ্গের দি‌কে যাচ্ছিলেন। 

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মো.

শরীফ ব‌লেন, “ঢাকা থে‌কে উত্তরবঙ্গগামী মোটরসাইকেল‌টি মহাসড়‌কের পুং‌লি এলাকায় পৌছা‌লে পেছন থে‌কে এক‌টি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থ‌লে মোটরসাইকেল আরোহী রা‌কি‌বের মৃত‌্যু হয়। প‌রে তার মর‌দেহ উদ্ধার ক‌রে টাঙ্গ‌াইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।” 

তিনি আরো বলেন, “এ ঘটনায় আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ তার স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।”

ঢাকা/কাওছার/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তরুণরা নতুন রাজনীতির কথা বলে পুরোনো পথেই হাঁটছে: নুরুল হক নুর

তরুণরা নতুন রাজনীতির কথা বললেও পুরোনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে। তারা একাত্তর-মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ ব্যবসা করবেন না। এই গণঅভ্যুথান কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, একক ব্যক্তির নেতৃত্বে বা একক ডাকে হয়নি। এটি একটি গণ আন্দোলন, গণঅভ্যুথান। এতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল বলেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের অনেক তরুণ নতুন রাজনীতির কথা বলে সেই পুরোনো পথে হাঁটতে চায়। তারা পেশিশক্তি, কালো টাকা রাজনীতির আধিপত্য বিস্তারের দিকে যেতে যাচ্ছে। 

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। 

নুর আরও বলেন, দেশে ৫৩ বছরের রাজনীতিতে বহু সরকার, বহু প্রধানমন্ত্রী দেখেছে দেশের জনগণ। নির্বাচনের আগে বহু আশা-আকাঙ্ক্ষা দেখালেও ক্ষমতায় গিয়ে সব ভুলে যায় বিজয়ীরা। অর্থাৎ যে লংকায় যায় সেই রাবণ হয়। মানুষ আর এই রাজনীতি চায় না। মানুষ দেশের উন্নয়ন চায়। কাজেই দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। যে কারণে সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি না করার অনুরোধ জানান রাজনৈতিক দলগুলোর প্রতি।

সংস্কারের বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার যেমন প্রয়োজন সেটাকে দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল করার জন্য সংস্কারও প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযমের সময় এখন। সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার সময় এখন। কাজেই জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের জন্য উপযুক্ত সময় পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ জানান দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই এলাকায় আগে যে সংসদ সদস্য ছিলেন তিনি হচ্ছেন মমতাজ বেগম। এই মমতাজ বেগমের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই।

গণঅধিকার পরিষদের মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় ও সভাপতি আলামিন দেওয়ানের সভাপতি‌ত্বে জনসভায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চপরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।

সম্পর্কিত নিবন্ধ