গৃহকর্মী ‘কল্পনা’ এখন স্বপ্ন বুনছে ডাক্তার হওয়ার
Published: 31st, January 2025 GMT
উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ভুপেন হাজারিকার গানের চয়নের সাথে যেন মিলে গেলো কল্পনার জীবনের গল্প। তার সেই বিখ্যাত গান ‘মানুষ মানুষের জন্য’ যেন বাস্তবে রূপ নিলো।
রাজধানীর বসুন্ধরা এলাকায় গৃহকর্ত্রীর হাতে নির্যাতিত হচ্ছিল ‘কল্পনা’ নামে ১৩ বছরের এক গৃহকর্মী। গত বছরের ১৯ অক্টোবর এই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় গৃহকর্ত্রী ২১ বছরের দিনাত জাহান আদরকে। কল্পনার জীবনকে নরকে পরিণত করে তুলেছিলেন এই গৃহকর্ত্রী। হেন কোনো নির্যাতন নেই, যা কল্পনার উপর প্রয়োগ হয়নি।
খেতেও দিতো না। কারণে-অকারণে করতো মারধর। শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা দিতো। কাপড় কাটার কাঁচি দিয়ে হাতের নখ উঠিয়ে ফেলে। মারধর করে দাঁত পর্যন্ত নাড়িয়ে দেয়। চুল শুকানো মেশিন দিয়েও ছ্যাঁকা দিতো। সমস্ত শরীরে ক্ষত চিহ্নে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সেই গন্ধ দূর করতে পারফিউম ব্যবহার করা হতো। তবুও তাকে ওষুধ দিতো না। কল্পনার চেহারাই বিকৃত করে ফেলা হয়েছিল।
গৃহকর্মী কল্পনার জীবন বাঁচাতে সহায়ক হয়ে উঠল প্রতিবেশীর একটি ভিডিও ক্লিপ। নির্মম নির্যাতনের শিকার কল্পনার বাঁচার আকুতির সেই ভিডিও ক্লিপ প্রচারিত হয় একটি বেসরকারি টেলিভিশনে। টনক নড়ে সংশ্লিষ্ট সবার। কল্পনার অবয়ব এমন হয়ে উঠেছিল যে, সেখান থেকে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে ছিলো চ্যালেঞ্জিং।
সবার সহযোগিতা ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে কল্পনা নামের সে মেয়েটি এখন প্রস্ফুটিত ফুলের মতো আলোকিত হয়ে উঠেছে। দীর্ঘদিন চিকিৎসা শেষে আগের রূপে ফিরে এসেছে কল্পনা। তাকে দেখতে যে কারোরই মায়া লাগবে। তার সাথে যারা এমন আচরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক সাজা চায় সে। মেয়েটি এখন স্বপ্ন বুনছে ডাক্তার হওয়ার, মানুষের সেবা করার।
কল্পনাকে নির্যাতনের মামলায় ওই দিনই মামলা করেন কল্পনার মা আফিয়া বেগম। মামলাটি তদন্ত করছে ভাটারা থানা পুলিশ। এরমধ্যে আরেক অভিযুক্ত দিনাতের ভাই নাজমুস সাকিব আনানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তও শেষ পর্যায়ে।
এবিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর ওবায়দুল হক বলেন, “মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। কল্পনার চিকিৎসার কিছু ছাড়পত্র লাগবে। এগুলো পেলেই আদালতে চার্জশিট দাখিল করবো। দিনাত জাহান আদর ও তার ভাই নাজমুস সাকিব আনান ঘটনার সাথে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে। তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে।”
মুঠোফোনে কথা হয় সেই কল্পনার সাথে। কল্পনা বলল, “আগের চেয়ে ভালো আছি, হসপিটালে আছি। রবিবার, সোমবার ছুটি পাবো। বাড়িতে ফিরবো। আর কারো বাসায় কাজ করবো না। বাড়িতে গিয়ে স্কুলে ভর্তি হবো। পড়াশোনা করতে চাই। বড় হয়ে ডাক্তার হতে চাই। মানুষের সেবা করতে চাই। আমাকে যারা নির্যাতন করেছে, তাদের সাজা চাই।”
কল্পনার মা আফিয়া বেগম বলেন, “৩ মাস ১২ দিন ধরে হাসপাতালে। মেয়েটা সুস্থ হয়ে উঠেছে। কয়েকদিনের মধ্যে বাড়িতে ফিরবো। ওকে সাথে করে বাড়িতে নিয়ে যাবো। আর কারো বাসায় কাজে দিবো না। স্কুলে ভর্তি করে দিবো। লেখাপড়া করবে। ও ডাক্তার হতে চায়। মানুষের সেবা করতে চায়। লেখাপড়া করতে পারলে, ডাক্তার হতে পারলে- মানুষের সেবা করবে।”
তিনি বলেন, “আমরা গরীব মানুষ। এজন্য মেয়েটাকে অন্যের বাসায় কাজে দিয়েছিলাম। কতজন কাজের মেয়ে স্কুলেও ভর্তি করে দেয়। জীবন পাল্টে দেয়। আর ওরা আমার মেয়েটার জীবন নষ্ট করছে।”
গৃহকর্ত্রীর বিষয় উল্লেখ করে বলেন, “সাজা চাই। সর্বোচ্চ সাজা চাই। জেল থেকে যেন বের হতে না পারে। বের হলে কল্পনার মত অন্য কারো জীবন নষ্ট করে দিবে। অমানুষ ওরা। ওদের দৃষ্টান্তমূলক সাজা চায়।”
ঢাকা/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ হকর ত র গ হকর ম র জ বন তদন ত
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’