শ্রীদেবী কন্যাকে কখনো কেউ প্রেমের প্রস্তাব দেননি
Published: 31st, January 2025 GMT
বলিউডের রুপালি দুনিয়া দাপিয়ে বেড়ানো অভিনেত্রী শ্রীদেবী। পর্দায় তার উপস্থিতি বিবর্ণ করে দিয়েছে বহু নায়ককে। শিফন শাড়িতে মুগ্ধতা ছড়ানো এই অভিনেত্রীর রূপের দ্যুতি ভোলার নয়। তবে মৃত্যু তার গতিশীল জীবনকে থামিয়ে দিয়েছে।
আরো পড়ুন:
ভুল বোঝাবুঝি থেকে হৃতিক-সুজানের বিচ্ছেদ: রাকেশ রোশান
৬ দিনে অক্ষয়ের সিনেমার আয় কত?
ব্যক্তিগত জীবনে শ্রীদেবী বিয়ে করেছিলেন নির্মাতা-অভিনেতা বনি কাপুরকে। এ সংসারে তাদের দুই মেয়ে— জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। বেশ আগে বলিউডে পা রেখে সুনাম কুড়িয়েছেন শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। বছর দুয়েক আগে ছোট কন্যা খুশি কাপুরেরও চলচ্চিত্রে অভিষেক হয়েছে। যদিও সিনেমাটি তাকে খ্যাতি এনে দিতে পারেনি।
খুশির নতুন সিনেমা ‘লাভিয়াপা’। আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। আাগামী মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আপাতত সিনেমাটির প্রচারের কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন খুশি। অভিনয়ে খ্যাতি কুড়াতে না পারলেও সহঅভিনেতা বেদাং রায়নার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন অনেক দিন ধরেই উড়ছিল। সম্প্রতি সেই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে।
কয়েক দিন আগে কানেক্ট সিনেকে সাক্ষাৎকার দিয়েছেন খুশি। সেখানে র্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নিতে দেখা যায়। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, রোমান্টিক মুহূর্ত ফোনে ধরে রাখেন কি না? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “খুব একটা যে করি, তা নয়। আমার যদি ইচ্ছা হয়, তবে আমি আগে প্রস্তাব দিয়ে থাকি।”
নায়িকার মুখে এমন কথা শোনার পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সঞ্চালক। জানতে চান অতীতে কোনো প্রেমের প্রস্তাব তার ওপর প্রভাব ফেলেছিল কি না? সবাইকে অবাক করে দিয়ে খুশি বলেন, “আমাকে এখনো কেউ কোনো প্রেমের প্রস্তাব দেয়নি।” খুশির এই জবাব, চলতি হাওয়ায় ভেসে বেড়ানোর প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে।
খুশি কাপুর সিদ্ধার্থ কানানকে আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতায় বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই ধুমধাম করে বিয়ের স্বপ্ন দেখতেন। তার কথায়, “আমি মুম্বাইয়ে বড় হয়েছি। বিয়ের পরও বাবা যে বিল্ডিংয়ে থাকেন সেখানেই আমি থাকব। বাবার বাড়ির কাছাকাছি থাকব। আমার পরিবারে থাকবে স্বামী, দুই সন্তান আর অনেকগুলো পোষ্য (কুকুর)।”
খুশি কাপুর অভিনী ‘লাভিয়াপা’ সিনেমা পরিচালনা করেছেন ‘লাল সিং চাড্ডা’খ্যাত নির্মাতা অদ্বৈত চন্দন। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
তা ছাড়াও খুশি কাপুরের হাতে আরেকটি সিনেমার কাজ রয়েছে। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, “আমার হাতে আরেকটি প্রজেক্টের কাজ রয়েছে। এ বছরই এটি মুক্তি পাবে। এটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। তা ছাড়াও পাইপলাইনে আরেকটি কাজ রয়েছে। তবে এ বিষয়ে এখনই বলতে চাই না।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম নাছির পারিবারিক কাজে সোমবার পাঁচবিবি উপজেলা সদরে এসেছিলেন। তিনি ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ইফতারের আগে ফিচকার ঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম নাছির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সোমবার রাত সোয়া দশটায় প্রথম আলোকে বলেন, ইফতার করতে বাড়িতে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।