মাদারীপুরে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দিনভর ভোটের উত্তাপ ছড়ানোর পর রাত ১১টার দি‌কে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজয়ীদের বে‌শির ভাগই আওয়ামী সমর্থিত।  

বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হয়। এতে ৩০০ ভোটারের মধ্যে ২৯৩ জনই ভোট দিয়েছেন।

নির্বাচ‌নে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মোহাম্মদ ইমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর মাদারীপুর পৌর কৃষকলী‌গের সভাপ‌তি ও আওয়ামীপ‌ন্থি আইনজীবী মোহাম্মদ মাহবুব হোসেন শাকিল  ১৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, আওয়ামীপ‌ন্থি আইনজীবী সি‌নিয়র সহ-সভাপ‌তি প‌দে আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান মোল্লা, জু‌নিয়র সহ-সভাপ‌তি মাহবুব হাসান সরোজ, সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিলা পারভীন, জু‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ সুজন ভৌমিক, সম্পাদক-লাইব্রেরি মুনির হাসান মিঠু, সম্পাদক-মুহুরী কেএম আজিজুল হক মুকুল এবং কার্যকরী সদস্য প‌দে সৈয়দ তাহমিনা খানম তুলি, এনামুল হক, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও আবু সুফিয়ান ‌নির্বা‌চিত হন। 

তবে সম্পাদক-আপ্যায়ন প‌দে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়। এর ম‌ধ্যে সি‌নিয়র সহ-সভাপ‌তি প‌দে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় ৬ মাস ক‌রে দা‌য়িত্ব পালন কর‌বেন। ফ‌লে তারা এক প‌দে দু'জনই নির্বা‌চিত ব‌লে বি‌বে‌চিত।

ঢাকা/বেলাল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইনজ ব

এছাড়াও পড়ুন:

ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে

বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে চলছে মামলার শুনানি। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি অবহেলা ছিল চিকিৎসকদের, তা খতিয়ে দেখছেন আদালত। কিংবদন্তির শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে চলছে বিচার কার্যক্রম।

বাদীপক্ষ ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনার হয়ে আদালতে লড়ছেন আর্জেন্টাইন আইনজীবী ফের্নান্দো বার্লান্দো। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পশুর সঙ্গে যেমন আচরণ করে, ডিয়েগোর সঙ্গে সেটাই করা হয়েছে। আদালতে যা কিছু দেখা গেছে, সেটাই প্রমাণ করে।’

আরও পড়ুনমেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা৪ ঘণ্টা আগে

আর্জেন্টিনার টিভি চ্যানেল এলত্রেসে প্রচারিত অনুষ্ঠান ‘লা নোচে দে মিরথা’য় বার্লান্দো ব্যাখ্যা করেন, ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনাকে হত্যা করা হয়েছিল—এটা প্রমাণ করাই তাঁর আইনি দলের লক্ষ্য, ‘অবহেলার বিষয়টি আমরা আগেই পেরিয়ে এসেছি। এখন তা বিচারিকভাবে প্রমাণের চেষ্টা করছি।’

এই পৃথিবীতে ডিয়েগোর অনুপস্থিতিতে লাভটা তৃতীয় পক্ষের, যারা তাঁর উত্তরাধিকার নয়। কিছু লোক আছে, যারা কিছু সন্দেহজনক চুক্তিপত্র সইয়ের মাধ্যমে তাঁর মৃত্যুর পরও লাভবান হচ্ছে, এমনকি তাঁর ওপর ভর করে জীবিকা নির্বাহ করছে।ফের্নান্দো বার্লান্দো, ম্যারাডোনার মেয়ে দালমা ও জিয়ান্নিনার পক্ষের আইনজীবী

বার্লান্দোর দাবি, পরিকল্পনা করে ছিয়াশির বিশ্বকাপ কিংবদন্তিকে মেরে ফেলা হয়েছে। চিকিৎসাজনিত অবহেলা তাঁর মৃত্যুর কারণ নয়, ‘আমি একমত, কোনো সন্দেহ নেই তাঁকে হত্যা করা হয়েছে।’ অনুষ্ঠানের উপস্থাপিকা আর্জেন্টাইন অভিনেত্রী ও সঞ্চালক মিরথা লেগ্রান্দ আইনজীবী বার্লান্দোর কাছে জানতে চান, ম্যারাডোনাকে মৃত্যুমুখে পতিত করা হয়েছে, নাকি হত্যা করা হয়েছে?’ বার্লান্দোর উত্তর, ‘ম্যারাডোনার মানসিক ও শারীরিক চিকিৎসার দায়িত্বে থাকা আটজন ইচ্ছাপ্রসূত হত্যার দায়ে জড়িত। কেউ যখন সবচেয়ে বাজে পরিস্থিতির সম্মুখীন হয়, এ ক্ষেত্রে যেটা মৃত্যু এবং তাদের আচরণে মনে হয় কিছুই হয়নি, তখন এটা হত্যা।’

ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ানিন্নার পক্ষের আইনজীবী ফের্নান্দো বার্লান্দো

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে