খেলাধুলা-অনুষ্ঠান করতে নারীদের বাধা, জড়িতরা নিয়ন্ত্রণহীন
Published: 31st, January 2025 GMT
বাধা ও হুমকির মুখে একের পর এক বন্ধ হচ্ছে নারীকেন্দ্রিক আয়োজন। এরই মধ্যে একাধিক অভিনেত্রী উপস্থিত হতে পারেননি তাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে। এমনকি দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে হাঙ্গামা বাধে স্থানীয় ‘তৌহিদি জনতা’ ও আয়োজকদের মধ্যে। খেলা বন্ধ করতে হামলা-ভাঙচুর করা হয় মাঠে। নারীর প্রতি এমন বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ে যাচ্ছে প্রতিবাদের ঘূর্ণি।
এদিকে ঢাকায় কওমি উদ্যোক্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে এক নারী সাংবাদিককে সংবাদ সংগ্রহে অনুষ্ঠানস্থলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ‘কওমি উদ্যোক্তা সম্মেলন ২০২৫’ নামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড.
এদিকে, দিনাজপুর ও জয়পুরহাটে হামলায় পণ্ড নারীদের ফুটবল ম্যাচ ফের আয়োজনের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নারীদের খেলায় বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল সরকারপ্রধানের কার্যালয় জানায়, অন্তর্বর্তী সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকের প্রতি বৈষম্য বা নিপীড়নের চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করেন। অন্তর্বর্তী সরকার বাংলাদেশি নাগরিকের পূর্ণ অধিকার নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ‘বিক্ষুব্ধ মুসল্লি’ ও ‘তৌহিদি জনতা’র নামে দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ধরনের অন্তত ৮০টি মাজার-দরবারে হামলা, লুটপাট হয়েছে। এরপর বেশ কয়েকজন অভিনেত্রীকে তাদের অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়নি। সর্বশেষ গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে ‘মুসল্লি’র চাপে চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি অনুষ্ঠানে যেতে পারেননি। বিভিন্ন স্থানে নারীকেন্দ্রিক অনুষ্ঠান বাধা, মাজারে হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও থেমে নেই ঘটনা। ‘মব জাস্টিস’-এর মাধ্যমে যারা এসব করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলছেন মানবাধিকারকর্মীরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল সমকালকে বলেন, নারী ফুটবলারদের আয়োজন পণ্ড করা, অভিনেত্রীকে অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়ার ঘটনা নিন্দনীয়। বাংলাদেশে এমন পরিস্থিতি হবে– ভাবতেই পারিনি। বৈষম্যবিরোধী নীতি থেকে জুলাই বিপ্লব হয়েছে। নারীর প্রতি বৈষম্য করাটাও জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে যায়। তাহলে জুলাই বিপ্লবের নীতির বিরুদ্ধে প্রতারণা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান নেওয়া দরকার। তারা ব্যবস্থা নিয়ে দেখাক। নয়তো এটাও বাগাড়ম্বর হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মুসলিম বলেন, এসব ঘটনায় আমরা ক্ষুব্ধ; খুবই উদ্বিগ্ন। নারীকে আটকে রাখার চেষ্টা হচ্ছে। এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। ফৌজদারি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। সামগ্রিকভাবে নারীর প্রতি অসম্মান, নারীবিদ্বেষী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ বলেন, এ ধরনের কাজ ইসলামের সুনাম ক্ষুণ্ন করে। বিভিন্ন স্থানে নারীদের বাধা দেওয়া কিংবা মাজার ভাঙা অপরাধ। তৌহিদি জনতার ব্যানারে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকলে সমাজে ইসলামের প্রতি বিরূপ ধারণার সৃষ্টি হবে। দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, এভাবে হামলা ইসলাম সমর্থন করে না। এ ধরনের কাজ করা হলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হবে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা বলেন, স্বীকৃতভাবেই আমরা গণতান্ত্রিক বহুত্ববাদের সমাজ। এখানে মতবিরোধ থাকলে তার জন্য প্রশাসনিক ও বিচারিক পর্যায়ে বন্দোবস্ত আছে। কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। নারীর খেলায় বাধা, মাজারে হামলা– এসব দুর্ভাগ্যজনক। এসব বন্ধে সরকারকে কঠোর বার্তা দিতে হবে। যেখানে এসব ঘটছে, সেখানে প্রযোজ্য ক্ষেত্রে ফৌজদারি মামলা নিতে হবে, তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে। আর সমাজের ভেতর থেকেও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হওয়া উচিত।
জয়পুরহাটের ঘটনার ব্যাপারে ওই জেলার পুলিশ সুপার মো. আবদুল ওহাব বলেন, স্থানীয় জনগণের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে খেলা স্থগিত হয়। জেলা প্রশাসকসহ আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছি।
স্থানীয় জনগণ কারা– এমন প্রশ্নে তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। কোনো রাজনৈতিক ব্যানার ছিল না।
দিনাজপুরেরর ঘটনার ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কায় খেলার আগের দিন মৌখিকভাবে খেলা স্থগিত রাখতে নির্দেশ দেয় জেলা প্রশাসন। স্থানীয় লোকজন ঘটনা ঘটিয়েছে। দু’পক্ষের লোকজন আহত হয়েছে। পুলিশের কাছে অভিযোগ নিয়ে এখনও কেউ আসেনি। বাইরে উভয়পক্ষ বসে মীমাংসা করেছে।
রেস্তোরাঁ উদ্বোধনে বাধা
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দিয়ে মঙ্গলবার কামরাঙ্গীরচর এলাকার একটি রেস্তোরাঁ উদ্বোধনের কথা ছিল। তবে এ নিয়ে প্রচারণা চালানোর পর্যায়েই আপত্তি তোলে একটি গোষ্ঠী। কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিহত করার ঘোষণা দেন। এ পরিস্থিতিতে চিত্রনায়িকা আর যাননি।
কামরাঙ্গীরচর থানার ওসি আমীরুল ইসলাম বলেন, এই এলাকায় দুই শতাধিক মাদ্রাসা। সেইসব মাদ্রাসার শিক্ষক-ছাত্ররাই মূলত বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। খেলাফত আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়ে বিরোধিতা করেন। তাদের কথা, কামরাঙ্গীরচর হাফেজ-হুজুরদের মাটি, এখানে কোনো নায়িকা আসবে না। সেই পরিস্থিতিতে রেস্তোরাঁর মালিকপক্ষই পুলিশকে বলে, আমরা এখানে ব্যবসা করতে চাই, কারও সঙ্গে বিরোধ থাকলে সমস্যা। পরে চিত্রনায়িকা আসেননি। এলে কোনো বিশৃঙ্খলা হলে, আমরা বিষয়টি দেখতাম।
ফার্মগেটে ওরস বন্ধের দাবি
রাজধানীর ফার্মগেট এলাকায় কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে গত সোমবার বিক্ষোভ করে ‘সচেতন মুসলিম নাগরিক সমাজ ও ইমাম খতিব উলামা পরিষদ’। তারা তেজগাঁও কলেজের সামনে থেকে মিছিল কুতুববাগ দরবার শরিফের মূল ভবনের দিকে যান। তখন সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা আলোকসজ্জাসহ অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়। তারা স্লোগান দেন– কুতুববাগীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; আল-কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ ভাঙচুরে বাধা দেয় এবং তাদের সরে যেতে বলে। শেষ পর্যন্ত সংঘাত এড়াতে ওই ওরস স্থগিত করে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে শেরবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, ওরস বন্ধের দাবিতে মিছিল নিয়ে এসে বিক্ষোভ করে কিছু মানুষ। তবে তারা ভাঙচুর করেনি। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে।
নাট্য প্রদর্শনী বন্ধ
বিক্ষোভের মুখে প্রায় তিন মাস আগে নাটকের প্রদর্শনী বন্ধের ঘটনাও ঘটে। গত ২ নভেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাট্য সংগঠন দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নিজেই এ সিদ্ধান্ত দেন। এ নিয়ে সেই সময় ব্যাপক সমালোচনা হয়। পরে সংবাদ সম্মেলন করে মহাপরিচালক জানান, শিল্পকলা একাডেমি আক্রান্ত হতে পারে এমন শঙ্কা থেকে তিনি নাটক বন্ধ করতে বাধ্য হন। এটাকে ‘খণ্ড যুদ্ধে’ হেরে যাওয়া হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে ওই পরিস্থিতিতে তিনি কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেননি? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আর দমন-পীড়ন চাইনি। বিক্ষোভ করতে যারা এসেছিলেন, তাদের মধ্যেও দু’জন ছিলেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ।
ক্ষমতার পট পরিবর্তনের পর দেশে নানা ধরনের হামলা-ভাঙচুরের ঘটনা ঘটছে। বিশ্ব সুফি সংস্থা নামে একটি সংগঠন জানায়, ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৮০টির বেশি মাজার ও দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ করা হয়েছে।
জয়পুরহাটে নারীদের ফুটবলে বাধা
জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে মাইকে প্রচার শুনে মঙ্গলবার সন্ধ্যার আগে স্থানীয় কয়েকটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা মিলে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।
অভিযোগ রয়েছে তিলকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা নেতা মাওলানা আব্দুস সামাদ, তিলকপুর বাচ্চাহাজী মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে স্থানীয় কয়েকটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার মুসল্লিরা তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে একত্রিত হন। এর পর সেখান থেকে স্লোগান দিতে দিতে তারা তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন।
তিলকপুর বাচ্চাহাজী মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, মেয়েদের খেলার কথা শুনে আমরা প্রতিবাদ করেছিলাম। তবে তারা শোনেননি। পরে ধর্মপ্রাণ মুসলমান, তৌহিদি জনতাসহ ৫০০-৬০০ জন সেখানে গিয়ে খেলার মাঠে ঘেরা টিন খুলে দিয়েছি। কোনো সহিংসতা হয়নি। নারীরা বেপর্দা অবস্থায় খেলাধুলা করবে, এতে যুবকদের চরিত্র ঠিক থাকবে না।
তিলকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম বলেন, মেয়েদের খেলাধুলা করার কথা না, তার পরও ঘোষণা করা হয়েছে। এর পর আমরা আলেম সমাজ ও এলাকাবাসী মিলে প্রতিবাদ গড়ে তুলি।
আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, দু’পক্ষের বিরোধ হওয়ায় বুধবার আলোচনার কথা ছিল। তার আগেই সেখানে একটি পক্ষ ভাঙচুর করেছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, খেলা আয়োজনের আগে বৈঠকের কথা ছিল। কারণ পোশাক, আইনশৃঙ্খলার কিছু বিষয় আছে। কিন্তু নারীদের খেলতে দেবে না, এটি মনে হয় না। আলেমরা নারীদের নিয়ে কোনো বক্তব্য দিলে তা আমি শুনিনি।
দিনাজপুরে নারী ফুটবল নিয়ে সংঘর্ষ
দিনাজপুরের হাকিমপুরের বাওনা গ্রামে মঙ্গলবার নারী ফুটবল প্রীতি ম্যাচ ঘিরে ‘তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভকারী ও ম্যাচ আয়োজকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে খেলা দেখতে যাওয়া ছয় বছরের শিশু শওকত রাফিসহ অন্তত ৩০ জন আহত হন। এর পর প্রশাসন খেলা স্থগিত করে।
আয়োজক কমিটি বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, খেলা শুরুর আগমুহূর্তে এলাকার তাবলিগ জামাত ও কওমি মাদ্রাসার কিছু ছাত্র-শিক্ষক হামলা চালিয়েছেন। নিরাপত্তার কথা ভেবে মামলা করার সাহস পাচ্ছি না। প্রশাসন উল্টো আমাদের হুমকি-ধমকি দিচ্ছে।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ জানান, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় ঊর্ধ্বতন কর্মকর্তা খেলা বন্ধের নির্দেশনা দেন। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকার পরও কিছু লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তৌহিদী জনতা কারা? এ প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রশাসন জানে তারা কারা। তবে এই মুহূর্তে অফিসিয়ালি তা বলা যাচ্ছে না। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, যেহেতু সেই স্থানে রক্তের দাগ লেগেছে, তাই আপাতত খেলা বন্ধ রাখা হয়েছে।
টাঙ্গাইলে বাধার মুখে পরীমণি
কালিহাতীর এলেঙ্গায় গত ২৫ জানুয়ারি কসমেটিক পণ্যের দোকান ‘হারল্যান স্টোর’ উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। তবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এবং হেফাজতে ইসলামের টাঙ্গাইল ও কালিহাতী শাখার বাধায় অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় আয়োজকরা।
হারল্যান স্টোরের স্বত্বাধিকারী মীর মাসুদ রানা অভিযোগ করেন, উদ্বোধনের দু’দিন আগে বৃহস্পতিবার রাতে শরিফুল ইসলাম নামে একজন ফোন করে জানান, তারা পরীমণিকে এনে অনুষ্ঠান করতে দেবেন না। শুক্রবার ফোন করেন মুফতি সুলাইমান, মুফতি সুরুজ্জামান, বাজার মসজিদের ইমাম মীর আশরাফ, বানিয়াবাড়ি মসজিদের ইমাম মুফতি শাহীন, রাজাবাড়ি মাদ্রাসার পরিচালক মুফতি মুকতার আলীসহ ৩০ থেকে ৪০ জন। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ এবং শোরুমের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। পৌরসভা ও আশপাশের এলাকায় টাঙানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন।
হেফাজতে ইসলাম টাঙ্গাইল জেলা শাখার যুববিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতীর সভাপতি মুফতি সুলাইমান হাবিব বলেন, ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিকের সঙ্গে কথা বলি।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, প্রচুর লোকসমাগম হবে ধরে নিয়ে পুলিশের পক্ষ থেকে সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তবে পরে আয়োজক জানান, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। বাধা দেওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।
চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে পারেননি মেহজাবীন
গত ২ নভেম্বর চট্টগ্রামে নারীদের পণ্যের পসরা নিয়ে চালু হওয়া ‘খুকি লাইফ স্টাইল’ নামে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কারণ, ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি জনতা’ ব্যানারে বিক্ষোভ করেন একদল মানুষ।
এ ব্যাপারে চট্টগ্রামের কোতোয়ালি থানার তৎকালীন ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, এক দিন আগে হুজুর দিয়ে শোরুমটি উদ্বোধন করা হয়েছে। পরদিন মেহজাবীন চৌধুরীকে দিয়ে যখন উদ্বোধন করানোর বিষয়টি ছড়িয়ে পড়ে, তখন অনেকে মনে করেছেন, এটা হুজুরকে অপমান করা। কিছু ব্যবসায়ী ও সাধারণ মুসল্লি ক্ষিপ্ত হয়ে শোরুমের নিচে অবস্থান নেন।
ব্যবস্থা নেওয়ার দাবি আসকের
দুই জেলায় নারী ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি, হামলা ও খেলা বন্ধ করে দেওয়ার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আসক মনে করে, নারী ফুটবল ম্যাচ বন্ধসহ মাজারে হামলা ও বাউলশিল্পীদের গানের আসর বন্ধ করে দেওয়ার ঘটনাগুলো দেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ।
সুষ্ঠু তদন্তের দাবি বাফুফের
জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ ও হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রীতি ম্যাচটি বাফুফের আওতাধীন না হলেও ফুটবলের স্বার্থ বিবেচনায় বুধবার রাতে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। বাফুফের বিবৃতিতে উল্লেখ রয়েছে, ফুটবল সবার জন্য এবং নারী ফুটবলারদের খেলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থি। বাফুফে বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।
[প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন চট্টগ্রাম ব্যুরোর আব্দুল্লাহ আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি শাহারুল আলম, আক্কেলপুর প্রতিনিধি মওদুদ আহম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি আবদুর রহিম ও হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা মুসা মিয়া]
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র দ র ফ টবল ফ টবল ম য চ ব ক ষ ভ কর পর স থ ত ত লকপ র অবস থ ন ব যবস থ ল ইসল ম উপদ ষ ট এ ধরন র ইসল ম র য গ কর বন ধ র সরক র ঘটন য় অপর ধ ন করত র ঘটন দরব র
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে আড়ংয়ের আউটলেট উদ্বোধন
দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের নতুন আউটলেটের উদ্বোধন করা হয়েছে নোয়াখালীতে। জেলার মাইজদী এলাকায় গত শনিবার (২২ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয় নতুন আড়ং আউটলেটের। আড়ংয়ের বিভিন্ন ব্র্যান্ডের, যেমন তাগা, তাগা ম্যান, আড়ং আর্থ ও গ্রাসরুটস ক্যাফে উপভোগ করতে পারবেন এই আউটলেটে।
ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, ‘আমরা নোয়াখালীতে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে পেরে আনন্দিত এবং এই অঞ্চলের মানুষের আরও কাছাকাছি আড়ংয়ের অভিজ্ঞতা পৌঁছে দিতে পেরে গর্বিত। নতুন আউটলেটটি গ্রাহকদের জন্য অসংখ্য পণ্যের সংগ্রহ নিয়ে এসেছে, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি।’ বিজ্ঞপ্তি