ফরিদপুরের সদরপুর থানা পুলিশের হাত থেকে এক আটক ব্যক্তি ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক ওই ব্যক্তিকে ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল মোড় এলাকা থেকে ফারুক হোসেন বাকু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি আটরশি এলাকার সাড়ে সাতরশি গ্রামের মৃত মানিক মল্লিকের ছেলে। 

এ বিষয়ে সদরপুর থানা পুলিশের ভাষ্য, আটরশি উরস শরীফকে কেন্দ্র করে সম্প্রতি আটরশি এলাকায় ফারুক হোসেন বাকু পার্শ্ববর্তী ভাঙ্গা থানার দুর্বৃত্তকারী লোকজন নিয়ে প্রতিনিয়ত মহরা দেয় নিজের শক্তি জানান দেওয়ার জন্য। পরে পুলিশ এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাকুকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। 

বাকুকে আটকের পর থেকে মুক্ত করতে সদরপুর উপজেলা স্থানীয় বিএনপির’র একটি অংশ থানায় ছুটে আসেন। 

এরপর রাত সাড়ে ৮টার দিকে কাকতালীয় ভাবে আটক বাকু অসুস্থতার কথা জানালে স্থানীয় বিএনপির ওই অংশ তাকে হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করে। ওই সময় থানার এসআই হাদীউজ্জামান ও সঙ্গীয় কনস্টেবল দিয়ে বাকুকে চিকিৎসার জন্য সদরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা.

মাইদুল হাসান শাওন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। 

এসআই হাদীউজ্জামান বলেন, ওই সময় আমি ও একজন কনস্টেবল ছিলাম। বাকুর প্রায় ২০ জন লোক ছিল। হাসপাতাল থেকে বের হলেই বাকুর লোকজন পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যায়। 

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, পুলিশের নিকট থেকে আটকৃত ফারুক হোসেন বাকুকে যারা ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এবং তাকে আটক করতে থানা পুলিশের অভিযান চলছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

ছিনতাইকারীর আস্তানায় অভিযানে গিয়ে ছুরিকাহত দুই এসআই

চট্টগ্রামে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই উপপরিদর্শক (এসআই)। আজ মঙ্গলবার দুপুরে নগরের ডবলমুরিং থানার বারিকবিল্ডিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতরা হলেন- আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গ্রেপ্তার হলেন- জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫) ও মো. তারেক (২৫)। তাদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও ২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নগরের বারিকবিল্ডিং মোড়ে সীমানা দেয়াল ঘেরা একটি শিল্পগ্রুপের পরিত্যক্ত জায়গায় আস্তানা গাড়ে ছিনতাইকারীরা। নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে সেখানে গিয়ে ভাগবাটোয়ারা করে তারা। এছাড়া সেখানে মাদকও সেবন করে। ছিনতাইকারীরা আস্তানায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযানে যায় ডবলমুরিং থানা-পুলিশের একটি টিম। এ সময় সেখানে ছয়জন ছিনতাইকারী ছিল। দু’জনকে ধরতে পারলেও বাকিরা পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছুরিকাঘাতে এসআই আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম আহত হয়েছেন। গ্রেপ্তার আসামি তারেকও আহত হয়েছে। 

পুলিশের দাবি, অভিযানের আগেই ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে তারেক আহত হয়েছে। তাকে পুলিশি প্রহরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জায়গাটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. শাহাবুদ্দিন বলেন, ‘ছিনতাইকারীরা ছুরি, কিরিচ, ধামা নিয়ে আমাদের ভয় দেখিয়ে এখানে ঢুকে যেত। বাধা দিলে খুন করার হুমকি দিত। আমরা বিষয়টি থানা-পুলিশকে জানিয়েছিলাম। কখন থেকে তারা এখানে আছে তা জানি না। আমি কাজ করি মাসখানেক। তাদের আমি সবসময় দেখি। তারা এখানে মদ-গাঁজা সেবন করত।’

ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, ‘দেশিয় অস্ত্র নিয়ে কয়েকজন ছিনতাইকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জুয়েল ও জাহিদ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় তারেক আহত হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ

  • সুইডেনের ফুল-ফান্ডেড ৭৫০ স্কলারশিপ, জীবনযাপন খরচ, ভ্রমণ ব্যয়ের সঙ্গে নানা সুযোগ
  • ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের দুই এসআই আহত
  • ছিনতাইকারীর আস্তানায় অভিযানে গিয়ে ছুরিকাহত দুই এসআই
  • পুলিশকে আঘাত করে হাতকড়াসহ ধর্ষণের আসামির পলায়ন
  • পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালাল ধর্ষণে অভিযুক্ত রাজু
  • জামায়াত-শিবিরের তিন কর্মীর লাশ তোলা হলো কবর থেকে
  • রাজধানীর কাওলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • নড়াইলে অস্ত্রসহ ১৭ মামলার আসামি ধলা বাবুল ও তার ভাই গ্রেপ্তার
  • স্টুডিওতে ‘যৌন হয়ারানির’ শিকার মাদরাসা শিক্ষার্থী, আটক ১