কর্নেল অলির ওপর হামলায় আ’লীগের ২০১ জন আসামি
Published: 31st, January 2025 GMT
চট্টগ্রামে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদের (অব.) ওপর হামলার ১৪ বছর পর ২০১ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীকে আসামি করে মামলাটি হয়। আদালত মামলার আবেদন গ্রহণ করে সরাসরি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য নগরীর কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী নুর-ই খোদা এ তথ্য নিশ্চিত করেন।
বাদীর আইনজীবী রফিকুল ইসলাম বলেন, আর্জিতে থাকা ২০১ জন আসামির বিরুদ্ধে এজাহার গ্রহণে আদালত থানাকে নির্দেশ দিয়েছেন। আসামিদের মধ্যে চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল কাইয়ূম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নাম রয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে মানহানির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে ২০১১ সালের ২৪ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান অলি আহমদ। এ সময় আদালত প্রাঙ্গণে আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অলি আহমদ ও তাঁর সঙ্গে যাওয়া এলডিপির নেতাকর্মীর ওপর হামলা করে। অলি আহমদের গাড়িও ভাঙচুর করা হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে গিয়ে নিখোঁজ জকিগঞ্জের ৬ তরুণ
সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ৬ তরুণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তরুণদের অভিভাবক। ১৫ এপ্রিল ওই ৬ তরুণ রাজমিস্ত্রির কাজের জন্য কক্সবাজার যান। ১৬ এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও তার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
তারা হলেন– লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ইউপি সদস্য ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৪০)।
ইউপি সদস্য ছফর উদ্দিন জানান, গত পাঁচ দিন যাবৎ তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন এবং গ্রামের কয়েক লোক তাদের খোঁজ নিতে কক্সবাজার রওনা দিয়েছেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্সী জানান, নিখোঁজ তরুণদের অভিভাবকের সঙ্গে কথা হয়েছে। ইতোপূর্বে তারা সেখানে গিয়ে কাজ করেছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তবে তাদেরকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।