গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে বাংলাদেশ
Published: 31st, January 2025 GMT
গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে বাংলাদেশ। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যত এগোচ্ছে, প্রতিশ্রুত সংস্কার শেষ করতে তত চাপে পড়ছে অন্তর্বর্তী সরকার। রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক চাপও। সরকারের সংস্কার কর্মসূচিকে লাইনচ্যুত করতে বিরোধীদের চেষ্টা অব্যাহত আছে। আবার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সমর্থন পেয়েছিল, তাও ম্লান হতে শুরু করেছে বলে মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
গতকাল বৃহস্পতিবার সংস্থাটি প্রকাশিত ‘বাংলাদেশ : গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকট’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে ক্রাইসিস গ্রুপ প্রকাশিত ‘ওয়াচ লিস্ট-২০২৫’ এ উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্য দেশগুলোর পদক্ষেপের কথাও উল্লেখ রয়েছে।
প্রতি বছর ক্রাইসিস গ্রুপ ইইউ ও এর সদস্য দেশগুলো কোথায় শান্তির সম্ভাবনা বাড়তে পারে, তা চিহ্নিত করে ‘ইইউ পর্যবেক্ষণ তালিকা’ প্রকাশ করে। এ বছরের তালিকায় বাংলাদেশ ছাড়াও ইউক্রেন, সিরিয়া, ফিলিস্তিন-ইসরায়েল, ইরানসহ কয়েকটি দেশের নাম রয়েছে।
ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশবিষয়ক জ্যেষ্ঠ কনসালট্যান্ট থমাস কিয়ান বলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমার সময় শেষ। রাজনৈতিক দল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করায় এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় চলতি বছর বাড়তে পারে রাজনৈতিক চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘নিত্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে চাপে রয়েছে সরকার, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে তারা পেয়েছে। ফলে অর্থনীতিকে আবারও সঠিক পথে ফেরত আনার চলমান প্রচেষ্টার সুফল পেতে আরও সময় লাগবে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রয়ে গেছে। রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম।’ এর পরও আগামী বছর বাংলাদেশের সামনে রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন, এটিকে আরও অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক করার বিরল সুযোগ রয়েছে বলে মনে করেন থমাস কিয়ান। তিনি বলেন, ‘এ লক্ষ্যে সংস্কার কমিশনগুলো কয়েকশ প্রস্তাব-সংবলিত প্রতিবেদন জমা দিতে শুরু করেছে।’
ক্রাইসিস গ্রুপের এ কনসালট্যান্ট বলেন, ‘নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার প্রক্রিয়ায় সমর্থন ও অন্তর্বর্তী সরকার যাতে দেশকে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে নিতে সক্ষম হয়, তা নিশ্চিতেতে আলাপ-আলোচনা থেকে কারিগরি ও আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিদেশি অংশীদাররা।’
প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাসের কম সময়ে অন্তর্বর্তী সরকার সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে।
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে এ নির্বাচন হবে। শান্তিতে নোবেলজয়ী ড.
ক্রাইসিস গ্রুপ বলেছে, হাসিনার আওয়ামী লীগ দীর্ঘ শাসনকালে রাষ্ট্রযন্ত্রের বড় অংশে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। দলটি এখন রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থানে চলে গেছে, যা অন্তর্বর্তী সরকারকে সাংবিধানিক, নির্বাচনী, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুযোগ এনে দিয়েছে। তবে হাসিনার পতনের পর পর অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সমর্থন পেয়েছিল, তা ম্লান হতে শুরু হয়েছে। ড. ইউনূস এখন অভ্যুত্থানের সুনির্দিষ্ট ফলাফল দেখানোর জন্য চাপে পড়ছেন। সরকার শুধু অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে মতপার্থক্য দূর করার সংগ্রাম করছে তা নয়, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও লোকজনের সমালোচনার শিকার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের জন্য এসব চ্যালেঞ্জ এ বছর আরও বাড়তে পারে। কেননা বিরোধী দলগুলো, ছাত্রনেতা, ইসলামী দলগুলো ও গুরুত্বপূর্ণ অন্যান্য শক্তি নির্বাচনী সুবিধা আদায়ে তৎপর। বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। হাসিনা সরকারকে শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত সমর্থন দিয়ে যাওয়া দেশটির সঙ্গে এমন সম্পর্কও বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এক বাধা।
প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর দেখভালের দায়িত্ব পালনের পাশাপাশি যুদ্ধকবলিত মিয়ানমারের সঙ্গে সীমান্তের অস্থিতিশীলতা মোকাবিলা করতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও গণতান্ত্রিক উত্তরণে সমর্থন ও অত্যন্ত গুরুত্বের ভূ-রাজনৈতিক একটি অঞ্চলে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের (বাংলাদেশ) সঙ্গে সম্পর্কোন্নয়নে ইইউর সামনে বিরল সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ।
ইইউ ও এর সদস্য দেশগুলোর করণীয়
ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে উচ্চপর্যায়ের সফর আয়োজন ও অন্তর্বর্তী সরকারের সংস্কারকাজে সমর্থনের ওপর জোর অব্যাহত রাখতে হবে, যাতে দেশের অভ্যন্তরে ড. ইউনূস সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং তার কর্মসূচি ক্ষুণ্ন করতে চাওয়া শক্তিগুলো দুর্বল হয়। নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও সহযোগিতামূলক চুক্তির চেষ্টাও অব্যাহত রাখতে হবে ইইউকে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে কারিগরি এবং আর্থিকভাবে সমর্থন দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, শাসন ব্যবস্থার উন্নয়ন, মানবাধিকার রক্ষাসহ বেশ কিছু ক্ষেত্রে সহায়তা দিতে পারে ইইউ। এ জোটের উচিত হবে, নির্বাচন পর্যবেক্ষণে একটি নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠানো।
ক্রাইসিস গ্রুপ মনে করে, বাংলাদেশের জাতীয় অর্থনীতির স্থিতিশীলতায় ইইউর অবদান রাখা দরকার। এ জন্য দেশটির জন্য বাড়তি অর্থনৈতিক সমর্থন আদায়ে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিজের প্রভাবকে কাজে লাগাতে পারে ইউরোপ। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার আরও আকর্ষণীয় বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরিতে সহায়তা, তৈরি পোশাক উৎপাদন খাতের বাইরে এনে দেশের অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করার প্রচেষ্টায় সমর্থন, দুর্নীতিবাজ ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ পুনরুদ্ধারে সহায়তা এবং ২০২৯ সালের পরও ইউরোপীয় বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বিস্তৃত করতে ঢাকার সঙ্গে সমঝোতা চালিয়ে যাওয়া দরকার।
প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা কমাতে ইইউর কাজ করা দরকার। উভয়ের মধ্যে অনাস্থা কাটিয়ে সম্পর্ক ভালো অবস্থানে নিতে ইইউর উচিত, দু’পক্ষের ওপরই প্রভাব খাটানো। রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় বাসিন্দা– উভয়কে সহায়তায় বাংলাদেশে অর্থায়ন বজায় রাখা দরকার। সেই সঙ্গে রোহিঙ্গা সংকটের ওপর জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজন করতে ঢাকা যে চেষ্টা চালাচ্ছে, তাতে সহায়তা এবং সীমান্তের ওপারে মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করার জন্য অন্তর্বর্তী সরকারকে উৎসাহিত করতে পারে ইউরোপ।
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন ত ক সরক র র ব যবস থ র জন য র র জন দরক র
এছাড়াও পড়ুন:
যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, পূর্বশত্রুতাকে কারণ বলছে পরিবার
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় কুপিয়ে মো. ইকবাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।
নিহত ইকবাল হোসেনের পরিবার বলছে, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে।
আহত অবস্থায় ইকবালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত জাহিদ হাসান রাজুকে গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত ইকবালের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহত ব্যক্তির স্ত্রী কুলসুম বলেছেন, পূর্বশত্রুতার কারণেই রাতে বিবির বাগিচা এলাকায় ইকবালকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এ অবস্থা দেখে মো. জাহিদ হাসান রাজু (৩০) নামে ভাঙারি দোকানের কর্মচারী এগিয়ে গেলে তাঁকেও গুলি করে আহত করে। পরে সংবাদ পেয়ে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত ইকবালের স্বজনেরা জানান, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে ইকবাল। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় থাকতেন।