দ্বিতীয় প্রান্তিকে মুনাফা করার খবরে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর গতকাল সাড়ে ৯ শতাংশ বেড়েছে। ছিল দরবৃদ্ধির দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়েছে। সার্কিট ব্রেকার অনুযায়ী যা ছিল গতকাল কোম্পানির অনুমোদিত সর্বোচ্চ দর।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সাড়ে ১৬ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে। এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৭ পয়সা। গত  হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৬৯ লাখ টাকা, আর ইপিএস ছিল মাত্র ৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও   ৬ মাসের হিসাবে এখনও লোকসানে কোম্পানিটি। গত জুলাই-ডিসেম্বর সময়কালে কোম্পানির কর-পরবর্তী নিট লোকসান ১৮ কোটি ৬৬ লাখ টাকা। আগের হিসাব বছরের ওই ছয় মাসে মুনাফা ছিল ১ কোটি ৬৮ লাখ টাকা। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানি নিট ৩৫ কোটি টাকা লোকসান করে।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর পর্যালোচনায় দেখা গেছে, গত এক মাসের বেশি সময় ধরে শেয়ারটির দর ১২ থেকে ১৩ টাকার মধ্যে স্থির ছিল। দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বৃদ্ধির খবরে উল্লেখযোগ্য হারে দর বেড়েছে। এই দরবৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে সাম্প্রতিক সময়ের স্বল্পমূল্যের শেয়ারগুলোর দরের বড় উল্লম্ফন। গতকালও দরবৃদ্ধির শীর্ষে ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির শেয়ার। সর্বোচ্চ ১০ শতাংশ দর বেড়ে শেয়ারটি গতকাল ২৬ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে। অথচ বহু বছর ধরে বন্ধ এ কোম্পানির শেয়ার গত ২২ ডিসেম্বরও মাত্র ৭ টাকা দরে কেনাবেচা হয়েছিল।
বাজার সংক্ষেপ
গতকাল ঢাকার শেয়ারবাজারে অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। তবে বাজারটির প্রধান মূল্য সূচক আগের দিনের অবস্থানেই থেকেছে। এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতের শেয়ারদর বৃদ্ধি।
গতকাল ডিএসইতে ১২০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ২১৯টি দর হারিয়েছে এবং অপরিবর্তিত ছিল  ৫৫টির। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় মাত্র শূন্য দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৫১১২ দশমিক ৯০ পয়েন্টে উঠেছে।
পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক এবং টেলিযোগাযোগ ছাড়া বাকি সব খাতের দর কমেছে। ব্যাংক খাতের ৩৬ কোম্পানির মধ্যে ২৫টির দর বেড়েছে এবং কমেছে ৫টির। এতে সূচকে যোগ হয়েছে ১৩ পয়েন্ট। বুধবারের তুলনায় শেয়ার কেনাবেচার পরিমাণ পৌনে ৭৬ কোটি টাকা বেড়ে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকায় উন্নীত হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দরব দ ধ র গতক ল

এছাড়াও পড়ুন:

কুয়েট এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, বুধবার সকালেই হল ত্যাগের নির্দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেট সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সভা থেকে আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীদের ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

এদিকে আজ দুপুরে পূর্বঘোষণা অনুযায়ী, উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনে আবারও তালা লাগাতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের সঙ্গে কথা বলার পর তাঁরা তালা না লাগিয়ে সেখান থেকে ফিরে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, হল ত্যাগের নির্দেশ
  • কুয়েট এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, বুধবার সকালেই হল ত্যাগের নির্দেশ
  • পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন
  • সুবাতাস বইছে পুঁজিবাজারে
  • সিএসইতে যোগ দিলেন জামাল ইউসুফ
  • পুঁজিবাজারে সূচকের উত্থান
  • আজও সূচকের সাথে বেড়েছে লেনদেন
  • পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
  • সূচক ও লেনদেনের উত্থানে সপ্তাহ শুরু
  • ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৪১ শতাংশ