এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিনিস্টার প্যাভিলিয়নে মিলছে নানা অফার। এর মধ্যে অন্যতম ‘কোটিপতি হোন’ অফার।  ‘কোটিপতি হোন’ অফারে বাণিজ্য মেলা কিংবা দেশের যেকোনো মিনিস্টার বিক্রয় কেন্দ্র থেকে মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এই স্ক্র্যাচ কার্ডেই রয়েছে কোটিপতি হওয়ার সুযোগসহ নানা চমক। 

আরও রয়েছে, একটির সঙ্গে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার।

প্যাভিলিয়নের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে:
টিভি: বাণিজ্য মেলায় মিনিস্টার নিয়ে এসেছে ২৪ ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেলের স্মার্ট ও বেসিক টিভি। মেলায় মিনিস্টার টিভিতে চলছে ৪০% পর্যন্ত মূল্যছাড়। মেলাতে মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭,৯০০ টাকায় সাথে আকাশ ডিটিএইচ ফ্রি। মিনিস্টারের বেশ কিছু  স্মার্ট টিভির মডেল গুলোতে রয়েছে QLED, 4K,অফিশিয়াল গুগল সার্টিফাইড এবং ফুল এইচডিসহ বিভিন্ন উন্নত প্রযুক্তি, যা দর্শকদের প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিচ্ছে।

ফ্রিজ: অত্যাধুনিক প্রযুক্তি এবং ৭৫% এনার্জি সেভিং সুবিধাসহ মিনিস্টার ফ্রিজ ক্রেতাদের বেশ আকর্ষণ করছে। মেলাতে রয়েছে মিনিস্টারের ১৬৫ লিটার থেকে ৬০০ লিটার ক্যাপাসিটির ফ্রিজ ও ফ্রিজার মডেল। মিনিস্টার ফ্রিজে চলছে ৫৫% পর্যন্ত মূল্যছাড়। মিনিস্টার ৬০০ লিটারের ৬ ডোর ফ্রিজের শোরুম মূল্য ১৫৪৮৩৯ টাকা হলেও বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে এই ফ্রিজটির অফার মূল্য ৫৫% ডিসকাউন্টে মাত্র ৭০ হাজার টাকা।
  
এয়ার কন্ডিশনার: ৭৫% বিদ্যুৎ সাশ্রয়ী এবং ইকো-ফ্রেন্ডলি মিনিস্টার এয়ার কন্ডিশনার মেলায় বিশেষ অফারে ৩০% মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে।

ওয়াশিং মেশিন: আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মিনিস্টার ওয়াশিং মেশিনে চলছে ৬ হাজার টাকা মূল্যছাড়। মিনিস্টারের ওয়াশিং মেশিন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলছে।

মাইক্রোওয়েভ ওভেন: বাণিজ্য মেলাতে মিনিস্টার মাইক্রোওয়েভ ওভেনে চলছে ৫ হাজার টাকা মূল্যছাড়। 

কিচেন এপ্লায়েন্স: মিনিস্টার রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, গ্রাইন্ডার, আয়রন এবং অন্যান্য পণ্যগুলোতেও মিলছে ৪৭% পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়। বাণিজ্য মেলায় মিনিস্টার ৩ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ৩০৯০ টাকা এবং ২.

৮ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ২৬৯০ টাকা এছাড়াও উভয় রাইস কুকারে সাথে থাকছে ১ হাজার টাকার গিফট বক্স ফ্রি। 

মিনিস্টার দিচ্ছে বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়ন থেকে ক্রয়কৃত পণ্যের মূল্যের মাত্র ২০% বুকিং মানি পরিশোধ করে নিকটস্থ মিনিস্টার শোরুম থেকে কিংবা ফ্রি হোম  ডেলিভারি সুবিধায় ক্রয়কৃত পণ্য বুঝে নেওয়ার সুযোগ।   

অফারটি সম্পর্কে প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস সোহেল কিবরিয়া বলেন, ‘মিনিস্টার ইলেকট্রনিকস ব্র্যান্ড সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মিনিস্টার ‘কোটিপতি হোন’  অফারটি বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে এবং একই সাথে  দেশব্যাপী মিনিস্টারের  হাজারের অধিক  নিজস্ব শোরুম ও ডিলার পয়েন্টে একযোগে চলমান আছে। মিনিস্টার ‘কোটিপতি হোন’ অফারে বেশ কয়েকজন লাখপতি বিজয়ী পেয়েছি এছাড়াও, ফ্রিজ, টিভি ফ্রিসহ অনেকেই নানান ধরনের লক্ষ লক্ষ টাকার উপহার পেয়েছেন। আশা রাখছি খুব দ্রুত আমরা আমাদের কোটিপতির দেখা পেয়ে যাবো। এই অফারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এটা দারুণ ব্যাপার যে, আমাদের সকল ধরণের ক্রেতাই উক্ত অফারটিকে সাদরে গ্রহণ করেছেন।’ সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খুব একটা জমেনি লড়াই। ফেরান তোরেসের কল্যাণে প্রথম আধা ঘন্টায় পাওয়া গোল বাকি সময়ে আগলে রাখল বার্সেলোনা। তাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠল কাতালান দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা পৌঁছে গেল টানা ২১ ম্যাচে। লা লিগার শীর্ষে থাকা দলটি এই বছরে এখনও কোনো ম্যাচ হারেনি।

বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। আগামী ২৬ এপ্রিলের শিরোপা নির্ধারণী ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে এল-ক্লাসিকো মহারণ।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ তৈরি করছিলেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল খেলছিলেন, সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে ছিলেন কার্যকর।  

প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে নেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ আক্রমণ বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন আনে। গ্রিজমানের শট পোস্টের বাইরে চলে যায়, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ হাতছাড়া করেন। বার্সেলোনা এরপর রক্ষণ সামলে খেলতে শুরু করে এবং প্রতিপক্ষকে গোলের সুযোগ দিতে চায়নি।

ম্যাচের শেষ মুহূর্তে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। অ্যাটলেটিকো শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি, বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।

সম্পর্কিত নিবন্ধ