একসময় স্টিমার, বড় পাল তোলা নৌকা, ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করত। সেই খরস্রোতা মগড়া নদী হারিয়েছে তার স্বকীয়তা। অব্যবস্থাপনা, দখল, দূষণ, অপরিকল্পিত বাঁধ ও সেতু নির্মাণের ফলে নদীটি এখন সরু খালে পরিণত হয়েছে। নেত্রকোনার এ নদীটির এখন নাম ছাড়া যেন কিছুই অবশিষ্ট নেই। ধীরে ধীরে নদীটি ময়লা-আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হচ্ছে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঢাকুয়ার ভেতর দিয়ে পূর্বদিকে ধলাই নামে প্রবাহিত হয়েছে মগড়া নদী। নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা বাজারের পাশ দিয়ে পূর্বধলা সদরের ভেতর দিয়ে ত্রিমোহনীতে এসে দক্ষিণে প্রবাহিত হয়েছে। সেই স্থান থেকে মগড়া নদী নামে পরিচিত। ত্রিমোহনী থেকে আঁকাবাঁকা হয়ে মদন উপজেলার ধনু নদীতে গিয়ে মিশেছে। নদীটির দৈর্ঘ্য ১১২ কিলোমিটার।
নদীটির উৎপত্তিস্থল ত্রিমোহনীতে নদীমুখ বন্ধ করে অপরিকল্পিতভাবে পানি উন্নয়ন বোর্ড স্লুইসগেট এবং এলজিইডি পূর্বধলা-নেত্রকোনা সড়ক স্থাপন করে। এতে মগড়া নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি অপরিকল্পিতভাবে বেশ কিছু নিচু সেতু তৈরি করায় নদীটিতে এখন আর নৌকা চলে না। নৌ-চলাচল বন্ধ থাকায় মগড়া এখন মরা নদীতে রূপান্তর হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে শহরের প্রাণকেন্দ্রে আঁকাবাঁকা হয়ে নদীটি প্রবাহিত হয়েছে। পৌর এলাকায় নদীর জায়গা ভরাট করে তৈরি করা হয়েছে বসতি। পয়ঃনিষ্কাশনে ব্যবহৃত ড্রেনের বেশির ভাগই মগড়া নদীতে গিয়ে পড়েছে। এতে দূষিত হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে পানি। হারিয়ে গেছে মাছও। নদীর তীর এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
পরিবেশবাদী সংগঠন বারসিক ও এআরএফবি নদীর নব্য ফিরিয়ে আনত এবং নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। সংগঠন দুটি আলোচনা সভা, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। কিন্তু কোনো কিছুই কাজে আসছে না।
বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান বলেন, মগড়া নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্য কাজ করছি। সবুজ নেত্রকোনা গড়ার লক্ষ্যে সাধারণ মানুষকে নিয়ে সভা-সমাবেশ করছি।
এআরএফবির সাধারণ সম্পাদক চন্দন নাথ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে এ নদী দিয়ে বড় বড় নৌকা চলত। এখন মগড়া নদীটি খালে পরিণত হয়েছে। হেঁটে পার হলেও কোনো কোনো জায়গায় পা ভেজে না। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নদীটি পুনর্খনন ও তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানাচ্ছি।
মগড়া নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক ও বেলার নেটওয়ার্ক মেম্বার দিলওয়ার খান বলেন, আমরা মগড়া নদী দখলমুক্ত দেখতে চাই। স্থানীয় প্রশাসক এ ব্যাপারে কাজ করবে বলে আমারা আশাবাদী।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা.
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, মগড়া নদী সংস্কারে কাজ চলছে। পৌরসভাকে পয়ঃনিষ্কাশন ও ড্রেন অব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, নদীতে বর্জ্য ফেলা বন্ধের জন্য পৌরবাসীকে বহুবার বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, মগড়া নদী দখলমুক্ত ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধের জন্য কাজ করা হচ্ছে। এ নিয়ে পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মগড়া দখলমুক্ত করতে কাজ শুরু হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ত হয় ছ র জন য ক জ কর প রসভ
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’