Samakal:
2025-04-24@16:53:39 GMT

রেবেকা রসের নতুন উপন্যাস

Published: 30th, January 2025 GMT

রেবেকা রসের নতুন উপন্যাস

রেবেকা রস তাঁর জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস ‘লেটার্স অব এনচ্যান্টমেন্ট’-এর জগতে ফিরে আসছেন। এই বছরের শেষ ভাগে ২ সেপ্টেম্বর গ্রন্থটি প্রকাশিত হওয়ার কথা। রেবেকার ‘ওয়াইল্ড রেভারেন্স’ গ্রন্থটি প্রকাশ করবে প্রকাশনা সংস্থা স্যাটারডে বুকস। উপন্যাসটি অল্পবয়সী দেবী মাতিল্ডাকে কেন্দ্র করে আবর্তিত। নিয়তি এক নশ্বর পুরুষ ভিনসেন্টের সঙ্গে এই দেবীর সংযোগ ঘটায়। ভিনসেন্ট ১০ বছর আগে তাঁর সাহায্য চেয়েছিলেন। মাতিল্ডার জন্য দেবতাদের রক্তে ভেজা পথ পুনর্লিখনের সুযোগ আসে; তবে অপরিসীম ত্যাগের বিনিময়ে। প্রকাশনা সংস্থা সেটারডে বুকস এক বিবৃতিতে জানায়, ‘তাকে (মাতিল্ডা) এমন কিছুর মুখোমুখি হতে হবে, যা সে তাঁর জাদু হারানোর চেয়েও বেশি ভয় পায়– দুর্বল হওয়া এবং অবশেষে নিজেকে ভালোবাসার সুযোগ দেওয়া।’ এই উপন্যাস রেবেকার ‘ডিভাইন রিভালস’ ও ‘রুথলেস ভউস’-এর মতো ফ্যান্টাসি উপন্যাসের ধারাবাহিকতা। তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘দ্য কুইন্স রাইজিং’, ‘সিস্টার্স অব সোর্ড অ্যান্ড সং’, ‘ড্রিমস লাই বিনিথ’ এবং ‘আ রিভার এনচ্যান্টেড’। ইনস্টাগ্রামে নতুন বই প্রকাশের খবর জানিয়ে রেবেকা বলেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। এতদিন ধরে এই খবরটি ধরে রেখেছি; অবশেষে এই বইটি সম্পর্কে কথা বলতে পেরে আমি খুবই উদ্বেলিত।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপন য স

এছাড়াও পড়ুন:

সরকার বেশি দামে ধান কেনায় বাজারে দাম বাড়তে পারে: ভূমি উপদেষ্টা

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, অন্য বছরের চেয়ে এবার কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনছে সরকার। অতীতে কেউ এই দাম দেয়নি। কৃষকরা এবার ধানের সঠিক মূল্য পেয়েছেন। এ জন্য বাজারে ধান-চালের দাম কিছুটা বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সরকারের কাছে ধান বিক্রিতে সিন্ডিকেট নিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, গত আমন মৌসুমে ধান কেনায় কোনো সিন্ডিকেট কাজ করতে পারেনি। এবারও পারবে না। এমন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে ধান বিক্রির টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। গুদামে ধান দিতে এসে কোনো কৃষক হয়রানির শিকার হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অন্তর্বর্তী সরকার কতদিন দায়িত্বে থাকবে– জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটা প্রধান উপদেষ্টা জানেন। এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমাকে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের বিষয়ে প্রশ্ন করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

চলতি মৌসুমে সুনামগঞ্জের ১২ উপজেলা থেকে সরকার ১৪ হাজার ৬৪৫ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর সিদ্ধ চাল সংগ্রহ করা হবে ১৩ হাজার ৮১৬ টন।

সম্পর্কিত নিবন্ধ