Samakal:
2025-02-26@04:28:17 GMT

রেবেকা রসের নতুন উপন্যাস

Published: 30th, January 2025 GMT

রেবেকা রসের নতুন উপন্যাস

রেবেকা রস তাঁর জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস ‘লেটার্স অব এনচ্যান্টমেন্ট’-এর জগতে ফিরে আসছেন। এই বছরের শেষ ভাগে ২ সেপ্টেম্বর গ্রন্থটি প্রকাশিত হওয়ার কথা। রেবেকার ‘ওয়াইল্ড রেভারেন্স’ গ্রন্থটি প্রকাশ করবে প্রকাশনা সংস্থা স্যাটারডে বুকস। উপন্যাসটি অল্পবয়সী দেবী মাতিল্ডাকে কেন্দ্র করে আবর্তিত। নিয়তি এক নশ্বর পুরুষ ভিনসেন্টের সঙ্গে এই দেবীর সংযোগ ঘটায়। ভিনসেন্ট ১০ বছর আগে তাঁর সাহায্য চেয়েছিলেন। মাতিল্ডার জন্য দেবতাদের রক্তে ভেজা পথ পুনর্লিখনের সুযোগ আসে; তবে অপরিসীম ত্যাগের বিনিময়ে। প্রকাশনা সংস্থা সেটারডে বুকস এক বিবৃতিতে জানায়, ‘তাকে (মাতিল্ডা) এমন কিছুর মুখোমুখি হতে হবে, যা সে তাঁর জাদু হারানোর চেয়েও বেশি ভয় পায়– দুর্বল হওয়া এবং অবশেষে নিজেকে ভালোবাসার সুযোগ দেওয়া।’ এই উপন্যাস রেবেকার ‘ডিভাইন রিভালস’ ও ‘রুথলেস ভউস’-এর মতো ফ্যান্টাসি উপন্যাসের ধারাবাহিকতা। তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘দ্য কুইন্স রাইজিং’, ‘সিস্টার্স অব সোর্ড অ্যান্ড সং’, ‘ড্রিমস লাই বিনিথ’ এবং ‘আ রিভার এনচ্যান্টেড’। ইনস্টাগ্রামে নতুন বই প্রকাশের খবর জানিয়ে রেবেকা বলেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। এতদিন ধরে এই খবরটি ধরে রেখেছি; অবশেষে এই বইটি সম্পর্কে কথা বলতে পেরে আমি খুবই উদ্বেলিত।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপন য স

এছাড়াও পড়ুন:

ধামইরহাটে পিকনিক বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কামাল হোসেন নামে এক ফটোস্ট্যাট ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারীনগর মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পিকনিকের দুই বাসের একটি জব্দ করেছে পুলিশ। তবে বাস চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন। পথে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামী পিকনিকের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যু হয়।

নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

এর আগেও বিহারীনগরের এই মোড়টিতে একাধিকবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অনেকের। এলাকাবাসী এই মোড়ে একটি গতিরোধকের দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে।

ধামইরহাট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ