রেবেকা রস তাঁর জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস ‘লেটার্স অব এনচ্যান্টমেন্ট’-এর জগতে ফিরে আসছেন। এই বছরের শেষ ভাগে ২ সেপ্টেম্বর গ্রন্থটি প্রকাশিত হওয়ার কথা। রেবেকার ‘ওয়াইল্ড রেভারেন্স’ গ্রন্থটি প্রকাশ করবে প্রকাশনা সংস্থা স্যাটারডে বুকস। উপন্যাসটি অল্পবয়সী দেবী মাতিল্ডাকে কেন্দ্র করে আবর্তিত। নিয়তি এক নশ্বর পুরুষ ভিনসেন্টের সঙ্গে এই দেবীর সংযোগ ঘটায়। ভিনসেন্ট ১০ বছর আগে তাঁর সাহায্য চেয়েছিলেন। মাতিল্ডার জন্য দেবতাদের রক্তে ভেজা পথ পুনর্লিখনের সুযোগ আসে; তবে অপরিসীম ত্যাগের বিনিময়ে। প্রকাশনা সংস্থা সেটারডে বুকস এক বিবৃতিতে জানায়, ‘তাকে (মাতিল্ডা) এমন কিছুর মুখোমুখি হতে হবে, যা সে তাঁর জাদু হারানোর চেয়েও বেশি ভয় পায়– দুর্বল হওয়া এবং অবশেষে নিজেকে ভালোবাসার সুযোগ দেওয়া।’ এই উপন্যাস রেবেকার ‘ডিভাইন রিভালস’ ও ‘রুথলেস ভউস’-এর মতো ফ্যান্টাসি উপন্যাসের ধারাবাহিকতা। তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘দ্য কুইন্স রাইজিং’, ‘সিস্টার্স অব সোর্ড অ্যান্ড সং’, ‘ড্রিমস লাই বিনিথ’ এবং ‘আ রিভার এনচ্যান্টেড’। ইনস্টাগ্রামে নতুন বই প্রকাশের খবর জানিয়ে রেবেকা বলেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। এতদিন ধরে এই খবরটি ধরে রেখেছি; অবশেষে এই বইটি সম্পর্কে কথা বলতে পেরে আমি খুবই উদ্বেলিত।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপন য স
এছাড়াও পড়ুন:
একই স্থানে টানা তিন দিন দুর্ঘটনা, আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
নিহতদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও পাঁচজন পরুষ বলে জানা গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া বলেন, ‘চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আট যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন ৪ জন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন।
স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ায় বারবার এ সড়কে দুর্ঘটনা ঘটছে।