Samakal:
2025-04-02@21:35:50 GMT

অস্কারেও কথাসাহিত্যের জয়জয়কার

Published: 30th, January 2025 GMT

অস্কারেও কথাসাহিত্যের জয়জয়কার

একাডেমি পুরস্কার বা অস্কারে কথাসাহিত্যের বেশ কয়েকটি চলচ্চিত্ররূপ মনোনয়ন পেয়েছে। গ্রন্থের ওপর ভিত্তি করে নির্মিত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে ‘এমিলিয়া পেরেজ’, ‘উইকেড’ এবং ‘আ কমপ্লিট আননোন’ অন্যতম।
বরিস র‍্যাজনের উপন্যাস ‘ইকোউট’-এর ওপর ভিত্তি করে নির্মিত জ্যাক অডিয়ার্ডের অপেরা গীতিনাট্য ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রটি ১৩টি মনোনয়ন নিয়ে শীর্ষে রয়েছে। এর মধ্যে সেরা ছবি, সেরা অভিনেত্রী (কার্লা সোফিয়া গ্যাসকন), সেরা পার্শ্ব-অভিনেত্রী (জো সালদানা) এবং সেরা পরিচালকের (অডিয়ার্ড) মনোনয়ন রয়েছে। ছবিটির ১৩টি মনোনয়ন কোনো বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য সর্বাধিক এবং গ্যাসকন হলেন প্রথম ট্রান্সজেন্ডার অভিনয়শিল্পী, যিনি অস্কার মনোনয়ন পেয়েছেন। এর আগে এই সিনেমা গোল্ডেন গ্লোভ পুরস্কারে সেরা মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা চলচ্চিত্র এবং ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। 
গত বছর ‘বার্বি’র পর গ্রেগরি ম্যাগুয়ারের ‘উইকেড: দ্য লাইফ অ্যান্ড টাইমস অব দ্য উইকেড উইচ অব দ্য ওয়েস্ট’-এর ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘উইকেড’ ১০টি মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেত্রী (সিনথিয়া এরিভো) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীর (আরিয়ানা গ্রান্দে) মনোনয়ন। ছবিটি সিনেমাটিক এবং বক্স অফিস সাফল্যের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করে। এলিজা ওয়ার্ল্ডের ‘ডিলান গোজ ইলেকট্রিক! নিউপোর্ট, সিগার, ডিলান অ্যান্ড দ্য নাইট দ্যাট স্প্লিট দ্য সিক্সটিজ’ গ্রন্থের ওপর ভিত্তি করে নির্মিত ‘আ কমপ্লিট আননোন’ আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেতা (টিমোথি চালামেট), সেরা পার্শ্ব-অভিনেতা (এডওয়ার্ড নর্টন) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীর (মনিকা বারবারো) মনোনয়ন।
রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘কনক্লেভ’ সেরা ছবি, সেরা অভিনেতা (রাল্ফ ফিয়েনেস) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীসহ (ইসাবেলা রোসেলিনি) আটটি মনোনয়ন পেয়েছে। এর আগে চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে (পিটার স্ট্রাঘান)। 
এ ছাড়া ফ্র্যাঙ্ক হারবার্টের ডুন-এর ওপর ভিত্তি করে ‘ডুন: পার্ট টু’; ব্রাম স্টোকারের ড্রাকুলা দ্বারা অনুপ্রাণিত ‘নসফেরাতু’; মার্সেলো রুবেন্স পাইভার স্মৃতিকথা অবলম্বনে ‘আই অ্যাম স্টিল হিয়ার’; পিটার ব্রাউনের ‘মিডলক্লাস’ উপন্যাস অবলম্বনে ‘দ্য ওয়াইল্ড রোবট’ এবং কলসন হোয়াইটহেডের উপন্যাস ‘দ্য নিকেল বয়েজ’-এর চলচ্চিত্র রূপান্তর ‘নিকেল বয়েজ’ একাধিক মনোনয়ন পেয়েছে।
২ মার্চ টেলিভিশনে প্রচারিত জমকালো এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ওপর ভ ত ত চলচ চ ত র উপন য স উইক ড

এছাড়াও পড়ুন:

মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির ফোনালাপ

যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ