একাডেমি পুরস্কার বা অস্কারে কথাসাহিত্যের বেশ কয়েকটি চলচ্চিত্ররূপ মনোনয়ন পেয়েছে। গ্রন্থের ওপর ভিত্তি করে নির্মিত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে ‘এমিলিয়া পেরেজ’, ‘উইকেড’ এবং ‘আ কমপ্লিট আননোন’ অন্যতম।
বরিস র্যাজনের উপন্যাস ‘ইকোউট’-এর ওপর ভিত্তি করে নির্মিত জ্যাক অডিয়ার্ডের অপেরা গীতিনাট্য ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রটি ১৩টি মনোনয়ন নিয়ে শীর্ষে রয়েছে। এর মধ্যে সেরা ছবি, সেরা অভিনেত্রী (কার্লা সোফিয়া গ্যাসকন), সেরা পার্শ্ব-অভিনেত্রী (জো সালদানা) এবং সেরা পরিচালকের (অডিয়ার্ড) মনোনয়ন রয়েছে। ছবিটির ১৩টি মনোনয়ন কোনো বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য সর্বাধিক এবং গ্যাসকন হলেন প্রথম ট্রান্সজেন্ডার অভিনয়শিল্পী, যিনি অস্কার মনোনয়ন পেয়েছেন। এর আগে এই সিনেমা গোল্ডেন গ্লোভ পুরস্কারে সেরা মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা চলচ্চিত্র এবং ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
গত বছর ‘বার্বি’র পর গ্রেগরি ম্যাগুয়ারের ‘উইকেড: দ্য লাইফ অ্যান্ড টাইমস অব দ্য উইকেড উইচ অব দ্য ওয়েস্ট’-এর ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘উইকেড’ ১০টি মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেত্রী (সিনথিয়া এরিভো) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীর (আরিয়ানা গ্রান্দে) মনোনয়ন। ছবিটি সিনেমাটিক এবং বক্স অফিস সাফল্যের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করে। এলিজা ওয়ার্ল্ডের ‘ডিলান গোজ ইলেকট্রিক! নিউপোর্ট, সিগার, ডিলান অ্যান্ড দ্য নাইট দ্যাট স্প্লিট দ্য সিক্সটিজ’ গ্রন্থের ওপর ভিত্তি করে নির্মিত ‘আ কমপ্লিট আননোন’ আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেতা (টিমোথি চালামেট), সেরা পার্শ্ব-অভিনেতা (এডওয়ার্ড নর্টন) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীর (মনিকা বারবারো) মনোনয়ন।
রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘কনক্লেভ’ সেরা ছবি, সেরা অভিনেতা (রাল্ফ ফিয়েনেস) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীসহ (ইসাবেলা রোসেলিনি) আটটি মনোনয়ন পেয়েছে। এর আগে চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে (পিটার স্ট্রাঘান)।
এ ছাড়া ফ্র্যাঙ্ক হারবার্টের ডুন-এর ওপর ভিত্তি করে ‘ডুন: পার্ট টু’; ব্রাম স্টোকারের ড্রাকুলা দ্বারা অনুপ্রাণিত ‘নসফেরাতু’; মার্সেলো রুবেন্স পাইভার স্মৃতিকথা অবলম্বনে ‘আই অ্যাম স্টিল হিয়ার’; পিটার ব্রাউনের ‘মিডলক্লাস’ উপন্যাস অবলম্বনে ‘দ্য ওয়াইল্ড রোবট’ এবং কলসন হোয়াইটহেডের উপন্যাস ‘দ্য নিকেল বয়েজ’-এর চলচ্চিত্র রূপান্তর ‘নিকেল বয়েজ’ একাধিক মনোনয়ন পেয়েছে।
২ মার্চ টেলিভিশনে প্রচারিত জমকালো এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। v
উৎস: Samakal
কীওয়ার্ড: র ওপর ভ ত ত চলচ চ ত র উপন য স উইক ড
এছাড়াও পড়ুন:
নকল করায় নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার
সেমিস্টার পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রাবণ দাস, ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান রিয়াদ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের গোলাম সারওয়ার এবং কৃষি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. আশিক ইকবাল আদর।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত বছর ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শ্রাবণ দাসকে নকলের উপাদান সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার কারণে সংশ্লিষ্ট ওই পত্রের পরীক্ষা বাতিলসহ ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান রিয়াদকে একই অপরাধে সেমিস্টারের ওই পরীক্ষা বাতিলসহ ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া কোর্সের পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ও নকলের উপাদান সঙ্গে রাখা এবং তা থেকে দেখে লেখায় বিএমবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের গোলাম সারওয়ারকে সংশ্লিষ্ট সেমিস্টারের ওই পত্রের পরীক্ষা বাতিলসহ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই অপরাদে কৃষি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো, আশিক ইকবাল আদরকে ওই পত্রের পরীক্ষা বাতিলসহ ছয় মাসের জন্য বহিস্কার করা হয়েছে।
ঢাকা/ফাহিম/মেহেদী