চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার ভোরে নগরের জিইসি মোড়ে মিছিলটি বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি মিছিলের ভিডিও প্রচার করা হয়। 

সেখানে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটিতে ২০-২৫ জনকে স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ কয়েকজন যুবক এসে একটি ব্যানার নিয়ে মিছিল করেন। পাঁচ মিনিটের মধ্যে তারা সটকে পড়েন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ জোনের সহকারী কমিশনার রকিবুল হাসান বলেন, জিইসি মোড়ে সকালে একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়াদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
এর আগে গত বছরের ১৮ অক্টোবর গভীর রাতে নগরের জামালখানে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে নগরের প্রবর্তক মোড়ে ঝটিকা মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নগর র

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ