চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার ভোরে নগরের জিইসি মোড়ে মিছিলটি বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি মিছিলের ভিডিও প্রচার করা হয়। 

সেখানে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটিতে ২০-২৫ জনকে স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ কয়েকজন যুবক এসে একটি ব্যানার নিয়ে মিছিল করেন। পাঁচ মিনিটের মধ্যে তারা সটকে পড়েন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ জোনের সহকারী কমিশনার রকিবুল হাসান বলেন, জিইসি মোড়ে সকালে একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়াদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
এর আগে গত বছরের ১৮ অক্টোবর গভীর রাতে নগরের জামালখানে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে নগরের প্রবর্তক মোড়ে ঝটিকা মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নগর র

এছাড়াও পড়ুন:

দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে: বদিউল আলম

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে। এটি করা গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার (১ মার্চ) দুপুরে মানিক মিয়া এভিনিউতে সংগঠনটির এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইউএসএআইডি’র ২৯ মিলিয়ন ডলারের সাথে সুজনের কোনো সম্পর্ক নেই। সুজনের বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বিদেশিদের থেকে কোনো রকম সহায়তা নিতে পারে না সংগঠনটি সুজন। এ সময় শেখ হাসিনার স্বৈরাচার হওয়া ঠেকাতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন দরকার বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এম জি

সম্পর্কিত নিবন্ধ

  • তরুণ আলেম প্রজন্ম ২৪–এর কার্যকরী পরিষদ গঠন
  • সমাজ বদলে শিক্ষার্থীদের ঐক্য-বন্ধন
  • বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ধরে রাখতে চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ
  • অস্ত্রবিরতির ঘোষণা পিকেকের, থামছে ৪০ বছরের সংঘাত
  • দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে: বদিউল আলম