সাবেক প্রতিমন্ত্রী শরীফের নামে দুদকের মামলা
Published: 30th, January 2025 GMT
প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ কমিশনের পক্ষে এ মামলা করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন।
মামলায় শরীফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখল রাখার অভিযোগ আনা হয়েছে। তিনি ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৮১৬ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন বলে অভিযোগ করা হয়।
শরীফ আহমেদের স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম, দুই শ্যালক শাহ আলম ও মোহাম্মদ শামীমের নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।
তাদের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। লেনদেনকৃত অর্থের উৎস জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হলেও তারা হাজির হননি।
বিপুল পরিমাণ লেনদেন করা অর্থ অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে তারা কোনো অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা এবং এ সম্পদ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সম্পদ বলে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে মনে করেন দুদক কর্মকর্তারা।
বিভিন্ন ব্যাংক হিসাবে ব্যাপক লেনদেনের বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য শরীফ আহমেদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের আলাদা করে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে দুদক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাড়ির অদূরে যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আহত
প্রতীকী ছবি