গাজার চেকপয়েন্ট পরিচালনায় ১০০ সেনা নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
Published: 30th, January 2025 GMT
গাজার চেকপয়েন্ট পরিচালনায় সহায়তা করার জন্য ১০০ জন সেনা নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সময় চেকপয়েন্ট পরিচালনার জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।
একটি ছোট মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের মুখপাত্র এবং রয়টার্সের দেখা একটি নিয়োগ ইমেল অনুসারে, সশস্ত্র আমেরিকান ঠিকাদারদের বিশ্বের সবচেয়ে সহিংস সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর কেন্দ্রস্থলে নিয়ে আসা হয়েছে।
ইমেলটিতে বলা হয়েছে, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এবং উত্তর ক্যারোলিনার ডেভিডসনে অবস্থিত লো-প্রোফাইল কোম্পানি ইউজি সলিউশনস অভিজ্ঞ সেনাদের জন্য দৈনিক ১ হাজার ১০০ ডলার পারিশ্রমিকের প্রস্তাব দিচ্ছে। একইসঙ্গে ১০ হাজার ডলার অগ্রিম হিসেবে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।
ইমেলের সত্যতা নিশ্চিত করে মুখপাত্র বলেন, গাজার অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ মোড়ে তারা চেকপয়েন্টে কর্মী মোতায়েন করবে।
নাম প্রকাশ না করার শর্তে মুখপাত্র বলেন, কিছু লোককে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যেই চেকপয়েন্টে রয়েছেন।
রয়টার্স জানুয়ারিতে জানিয়েছিল, আমিরাতি কর্মকর্তারা গাজায় যুদ্ধোত্তর শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে বেসরকারি ঠিকাদারদের ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তবে এই ধারণা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাকিবের আগে মিরাজের অসাধারণ ডাবল
টেস্ট ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক পেরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৮০ রানে অপরাজিত আছেন তিনি। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের নবম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রান তুলেছেন। এর আগে সিলেটে প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে মিরাজ ২০০ টেস্ট উইকেট অর্জন করার কৃতিত্ব দেখান।
টেস্ট ক্রিকেটে দুই হাজার রান ও ২০০ উইকেটের অসাধারণ ডাবল-এর কীর্তি গড়েছেন। যেখানে বাংলাদেশের হয়ে রয়েছেন কেবল সাকিব আল হাসান। তবে সাকিবের চেয়ে এক ম্যাচ কম খেলে মিরাজ এই অর্জনে নাম লিখিয়েছেন।
দ্রুততম দুই হাজার রান ও ২০০ উইকেটের তালিকায় যৌথভাবে চারে আছেন মিরাজ। ৫৩ টেস্টে এই রেকর্ড ছুঁয়েছেন তিনি। সবার আগে ৪২ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম। এরপর ৫০ টেস্ট খেলে যৌথভাবে দুইয়ে আছেন পাকিস্তানের ইমরান খান ও ভারতের কপিল দেব। রবিচন্দ্রন অশ্বিনের এই রেকর্ড ছুঁতে লেগেছিল ৫১ টেস্ট। মিরাজ ও জাদেজা যৌথভাবে চার নম্বর পজিশনে রয়েছেন। দুজনের লেগেছে ৫৩ টেস্ট।
আরো পড়ুন:
বাংলাদেশের দাপট দেখানো এক সেশন
ঢাকা লিগের রোল অব অনার
ঢাকা/ইয়াসিন/নাভিদ