হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল’র পরিচিতি সভা
Published: 30th, January 2025 GMT
হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে দেওভোগ হৃদম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ( ২০২৫ - ২০২৭) আলহাজ্ব বদিউজ্জামান বদু এর নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্য জোট এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে বদিউজ্জামান বদু বলেন, হোসিয়ারী মালিকদের কল্যানে যা যা করনীয় সব কিছু করবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক দিন পর উৎসবমূখর পরিবেশে নির্বাচন হচ্ছে।
আমার বিশ্বাস আমার পুরো প্যানেলের ১৮ জনকেই আপনারা ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন । আপনারা দেখেছেন আমি কখনো কোনো অন্যায় কাজেকে প্রশ্রয় দেইনি আগামীতে ইনশাআল্লাহ দিবোনা।
তিনি আরও বলেন, মার্কেটে ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গেছে তাই ইতিমধ্যে মার্কেটের জন্য দুটি গেইট এর অর্ডার করেছি। দোকানদার যারা আছেন দোকানের ভিতরে এবং বাইরে উভয় স্থানে সি সি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন।
১৫ বছর পূর্বে আমি একটি এফডিআর করেছিলাম যেটা আর কয়েকমাস পর শেষ হবে। তখন ঐ টাকা দিয়ে আমাদের উন্নয়ন কাজ করতে পারবো এবং আপনাদের জন্য ক্লাবের ব্যবস্থাও করা হবে। অনেকে জানেই না সমিতি আছে নাকি নাই। এর কারন হলো কোন নির্বাচন হয় নি।
আর আপনাদের কাছে আমার দাবী রইলো যেহেতু আপনারা আমাকে চেয়ারম্যান বানাতে চান তাই আমাকে পুরো প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মো.
প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হয় এবং ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এস স য় পর চ ত
এছাড়াও পড়ুন:
রিয়াল–বার্সার ফাইনালে কেন তাকিয়ে ব্রাজিলও
গত মাসে দরিভাল জুনিয়র ছাঁটাই হওয়ার পর থেকে কোচহীন ব্রাজিল জাতীয় দল। সম্ভাব্য কোচ কে হবেন, তা নিয়ে অবশ্য বিশেষ কোনো নাটকীয়তা নেই। জোর গুঞ্জন, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের নতুন কোচ।
আনচেলত্তির সঙ্গে নতুন করে ব্রাজিল দলের আলোচনা শুরু করার কথাও জানিয়েছে ইএসপিএন। রিয়ালের সঙ্গে আনচেলত্তির ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ব্রাজিলের আশা চলতি মৌসুম শেষেই তিনি রিয়াল ছাড়বেন এবং সেলেসাওদের দায়িত্ব নেবেন।
আনচেলত্তিকে পেতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কর্তাদের চোখ থাকবে শনিবার কোপা দেল রের ফাইনালের দিকেও। সেই ম্যাচে বার্সেলোনার হারলে রিয়াল থেকে আনচেলত্তির বিদায় যে একরকম নিশ্চিত, সেটা ভালোই জানা আছে তাঁদের।
আরও পড়ুনবরখাস্ত হলে আনচেলত্তি ধন্যবাদই দেবেন রিয়ালকে১৭ এপ্রিল ২০২৫আনচেলত্তি অবশ্য জনসম্মুখে রিয়ালে থেকে যাওয়ার ইচ্ছের কথাই জানিয়েছেন। সম্প্রতি রিয়াল ছাড়া নিয়ে জানতে চাইলে অভিজ্ঞ এই কোচ বলেন, ‘বলার মতো কিছু নেই। মৌসুম শেষে আমরা বিষয়টা নিয়ে কথা বলব।’
বার্সার কাছে শিরোপা হাতছাড়া হলে ছাঁটাই হতে পারেন আনচেলত্তি