শহরের ছিন্নমূল মানুষের পাশে মহানগর যুবদল নেতা কমল
Published: 30th, January 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল।
বুধবার রাতে যুবদলের নেতাকর্মীদের নিয়ে শহরের ১নং গেইটস্থ রেল স্টেশন , লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন যুবদল নেতা আলআমিন, মামুন খন্দকার, সুমন খন্দকার, শামীম, আরিয়ান, বাপ্পি ,সাইফুল , ইসমাইল, আনোয়ার, জালাল ,রিফাত, শাওন, শফিকুল, শুভ খন্দকার, রবিন প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ য বদল
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।