সরকারি কদম রসুল কলেজে উৎসবমূখর পরিবেশে তারুণ্য মেলা অনুষ্ঠিত
Published: 30th, January 2025 GMT
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে ধারণ করে ২৯ ও ৩০ জানুয়ারি-২০২৫ খ্রি. রোজ বুধ ও বৃহস্পতিবার সরকারি কদম রসুল কলেজ ক্যাম্পাসে ২ দিনব্যাপি ‘তারুণ্যের মেলা ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়।
উক্ত মেলা ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কদম রসুল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর রওশন আক্তার ম্যাডাম(১৬তম বিসিএস)।
তিনি সরকারি কদম রসুল কলেজের সকল শিক্ষক-কর্মচারি, মেলায় আগত বিভিন্ন স্টল এর স্বত্বাধিকারী এবং বিপুল সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতিতে বেলুন, ফানুস ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই তারুণ্য মেলা ও সংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন।
সরকারি কদম রসুল কলেজের তরুণ ছাত্র উদ্যোক্তা ছাড়াও চাষাড়া,বন্দর ও নারায়নগঞ্জের আশেপাশের এলাকার তরুণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এবং সকল বয়সের নারী-পুরুষ, শিশু, কিশোর,তরুণ,যুবক ও ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারি ও শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর ও প্রাণচাঞ্চলে ভরপুর হয়ে ওঠে।প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়।
মেলা প্রাঙ্গণে আগত বিভিন্ন স্টল ও দোকানগুলোতে বিশেষ করে জামদানি শাড়ির স্টল, পিঠা ও কেক এর স্টল, ফাস্টফুড ও ডেজার্ট ফুডের স্টল,কোমল পানীয় এবং অর্গানিক ফুডের স্টল,ফুলের দোকানের স্টল,হোমমেড ফুডের স্টল,ফুচকার স্টল, মিষ্টান্ন দ্রব্যের স্টল,স্থানীয় নামিদামি খাবারের ব্র্যান্ডের স্টল,ব্যাগ ও কসমেটিক্স এর স্টল, কলেজের যুব রেড ক্রিসেন্ট এর স্টল, বৈষম্য বিরোধী ছাত্রদের বইমেলার স্টল এবং অন্যান্য খাবারের দোকান গুলোতে দর্শনার্থী ও ক্রেতাদের প্রচুর ভীর লক্ষ্য করা যায়।
'বন্দরের অক্সফোর্ড' খ্যাত সরকারি কদম রসুল কলেজে এরকম একটি ব্যতিক্রমী ও সুশৃংখল মেলার আয়োজন দেখে কলেজের শিক্ষক কর্সচারি, ছাত্র/ছাত্রী অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় এবং এজন্য তারা সরকারি কদম রসুল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর রওশন আক্তার স্যার এবং মেলার সার্বিক তত্ত্বাধানের সাথে সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক-কর্মচারিদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে নতুন নতুন ছাত্র ও তরুণ উদ্যোক্তা তৈরিতে এরকম মেলা আরো বেশি করে আয়োজন করা উচিত বলে মেলায় আগত দর্শনার্থী ও অভিভাবকগণ মতামত ব্যক্ত করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কল জ সরক র
এছাড়াও পড়ুন:
টিএসসিতে সংগীত উৎসব
ভাওয়াইয়া, ভাটিয়ালি, ধামাইল, মাইজভান্ডারি, ভাদু-টুসু, বিচ্ছেদীসহ লোকসংস্কৃতির বৈচিত্র্যময় গান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দিনভর সংগীত উৎসব হয়েছে। গত বৃহস্পতিবার উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।
সংগীত বিভাগের চেয়ারম্যান প্রিয়াংকা গোপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এবং ‘এমন মানব জনম আর কি হবে’—লালন সাঁইয়ের দুই গানে উৎসবটি উদ্বোধন করা হয়েছে। উৎসবের প্রতিপাদ্য ছিল ‘ঐতিহ্য ও আধুনিকতায় বাংলার লোকগান’। এতে সংগীত বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।
বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় ফুটে উঠেছে বাংলা লোকগানের নানা ধারা। এর মধ্যে হাসন রাজা, জসীমউদ্দীন, জালালউদ্দিন খাঁ, আবদুল করিম খাঁর গান পরিবেশন করা হয়ছে। আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় ঐতিহ্যবাহী কবির লড়াই, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় ‘সোনাই মাধব’ পালা মঞ্চস্থ হয়েছে। মানিকগঞ্জের কবিগানের নিত্য গোপাল সরকারের দল পরিবেশন করছেন গ্রাম ও শহরের জীবনযাত্রা বিষয়ে কবির লড়াই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানটি উদ্বোধন করছেন অধ্যাপক ওয়াকিল আহমদ।
আয়োজনে আমন্ত্রিত অতিথিরা