চট্টগ্রামে ব্যাটারি রিকশা চালকদের সড়ক অবরোধ
Published: 30th, January 2025 GMT
চট্টগ্রামে তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নগরীর শেখ মুজিব সড়কের আগ্রাবাদ মোড়ে ট্রাফিক পুলিশের বন্দর জোনের উপ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় লালখানবাজার থেকে আগ্রাবাদ, বারিকবিল্ডিং থেকে আগ্রাবাদ ও আগ্রাবাদ এক্সেস রোড, সবদর আলী রোডসহ আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। দুই ঘণ্টা পর দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে রিকশা চালকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
চালকদের দাবিগুলো হলো- নগরীতে ব্যাটারিচালিত যানবাহনে ট্রাফিক হয়রানি বন্ধ করা, রেকার বিলসহ ৩২৫০ টাকা অতিরিক্ত জরিমানা ও ১০ দিন গাড়ি আটকানোর অন্যায্য বিধান বাতিল ও হয়রানি বন্ধে নীতিমালা, রুট পারমিট এবং সার্ভিস লেন নির্মাণ।
রিকশা চালকদের বিক্ষোভ চলাকালে তাদের দাবি মেনে নিতে সাতদিনের সময় চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। শুরুতে আন্দোলনকারীদের একটি পক্ষ রাজি না হলেও পরে তারা সময় দিতে রাজি হন। আন্দোলনকারীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁঈয়া।
রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ৩২৫০ টাকা জরিমানা ও ১০ দিন আটকে রাখা অযৌক্তিক। আমরা কয়েকটি দাবি পেশ করেছি। এক সপ্তাহের মধ্যে যদি দাবি মানা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া, দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে, তাদের পরামর্শ ছাড়া এ বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেবে।
বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর দাদা-দাদির কবর জিয়ারত করেন।
নির্বাচনের জন্য ডিসেম্বর এবং জুন দুটি টাইমলাইন আছে। এই টাইমলাইনের ভেতরেই নির্বাচন হয়ে যাবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, তার ওপর নির্ভর করে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে, কবে নির্বাচন হবে। নির্বাচন দিবে কি, দিবে না। অবশ্যই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক।
এ সময় উপস্থিত ছিলেন মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ।