ভুল বোঝাবুঝি থেকে হৃতিক-সুজানের বিচ্ছেদ: রাকেশ রোশান
Published: 30th, January 2025 GMT
সুজান খানের সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশান। ২০১৩ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর এক যুগের বেশি সময় কেটে গেছে। কিন্তু বিবাহবিচ্ছেদের কারণ জানাননি এই জুটি। দীর্ঘ দিন পর হৃতিকের বাবা রাকেশ রোশান জানালেন— ভুল বোঝাবুঝি থেকেই সংসার ভেঙেছে হৃতিক-সুজানের।
কয়েক দিন আগে যুবার সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরিচালক-অভিনেতা রাকেশ রোশান। এ আলাপচারিতায় তিনি বলেন, “যা ঘটেছে তা এই দম্পতির মধ্যেই ঘটেছে। আমার কাছে সুজান সুজানই। তারা প্রেমে পড়েছিল, তাদেরই ভুল বোঝাবুঝি ছিল এবং তাদেরকেই এটি সমাধান করতে হবে। সুজান আমাদের বাড়িতে এসেছিল, এখনো সে আমাদের বাড়িরই একজন সদস্য।”
তবে কী নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল হৃতিক-সুজানের, সে বিষয়ে কিছু জানাননি ‘কহো না প্যায়ার হ্যায়’খ্যাত এই পরিচালক।
আরো পড়ুন:
‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার রজত জয়ন্তী: স্মৃতির ডায়েরি খুললেন হৃতিক
বলিউডের প্রাক্তন প্রেমিক-প্রেমিকাদের ‘পুনর্মিলনী’
পুত্র হৃতিকের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন রাকেশ রোশান। তার ভাষায়, “হৃতিক ও আমার মেয়ে আমাকে একটু ভয় পায়। কেন ভয় পায় তা আমি জানি না। সম্ভবত, আমি একজন সুশৃঙ্খল মানুষ। আমি খুব বদমেজাজি মানুষ নই। কাউকে তিরস্কার করার মতো মানুষ আমি নই। কিন্তু আমি খুব নিয়মনিষ্ঠ। ওরা যখন ছোট ছিল, তখন আমার সঙ্গে ওরা অকপটে কথা বলত না, এখন বলে। বাড়িতে আমরা বন্ধুর মতো।”
২০০০ সালের ২০ ডিসেম্বর ভালোবেসে ঘর বাঁধেন হৃতিক রোশান ও সুজান খান। ২০০৬ সালে জন্ম হয় এই দম্পতির প্রথম সন্তান হৃহানের। ২০০৮ সালে জন্মগ্রহণ করে তাদের দ্বিতীয় সন্তান হৃদান। কিন্তু এ জুটির চলার পথে ছন্দপতন ঘটে। ২০১৩ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় সুজান ৪০০ কোটি রুপি খোরপোশ দাবি করেন। সর্বশেষ ৩৮০ কোটি রুপি গুণতে হয় হৃতিককে।
সংসার ভেঙে গেলেও প্রায়ই দু’জন মিলে সন্তানদের সঙ্গে সময় কাটান হৃতিক-সুজান। দুই পুত্রকে নিয়ে বিদেশে অবসর কাটাতেও দেখা গেছে। ২০২৫ সালকে স্বাগত জানাতে প্রাক্তন স্ত্রীকে নিয়ে দুবাইয়ে উড়ে গিয়েছিলেন হৃতিক।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’
আরো পড়ুন:
ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের
‘ঈদযাত্রায় এবারের মতো স্বস্তি আর কখনো পাইনি’
‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।
ঢাকা/রুবেল/রাজীব