বইমেলায় আসছে শিউলী রোজার ‘পর্বত রমনী নেপাল’
Published: 30th, January 2025 GMT
নেপালের মনোরম প্রকৃতি, ঐতিহ্য এবং পর্যটনের গল্প নিয়ে শিউলী রোজা লিখেছেন তার নতুন বই ‘পর্বত রমনী নেপাল’। ভ্রমণ কাহিনীভিত্তিক বইটি প্রকাশ করেছে সংযোগ প্রকাশনী। পাওয়া যাবে অমর একুশে বইমেলার ৭৮৯ নম্বর স্টলে।
৫৬ পৃষ্ঠার এই বইটিতে ফুটে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু, পর্যটন নগরী পোখরা, নাগরকোটসহ বেশ কয়েকটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এ ছাড়া, নেপাল ভ্রমণে আগ্রহীদের জন্য এটি হতে পারে একটি আদর্শ ‘ট্রাভেল গাইড’।
শিউলী রোজা বলেন, “এটি আমার প্রথম বই, যা ভ্রমণকাহিনী নির্ভর। এতে তুলে ধরেছি নেপালে কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন। পাহাড়ি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা। ভবিষ্যতে ইউরোপ এবং আমেরিকাসহ বিশ্বের অন্যান্য স্থানের ভ্রমণ নিয়ে বই লেখার পরিকল্পনা রয়েছে।”
যারা ভ্রমণপিপাসু এবং প্রকৃতিপ্রেমী, তাদের জন্য বইটি হতে পারে অনুপ্রেরণার এক অনন্য উৎস। ‘পর্বত রমনী নেপাল’ আপনার ভ্রমণের সঙ্গী হতে প্রস্তুত।
ঢাকা/হাসান/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।