সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখার দাবি
Published: 30th, January 2025 GMT
কক্সবাজারের সেন্টমার্টিনে ফেব্রুয়ারি মাসে সরকারি বিধিনিষেধ প্রত্যাহার করে পর্যটক যাতায়াত উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দ্বীপটির বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে দ্বীপবাসীর পাশাপাশি স্থানীয় হোটেল-মেটেল ও কটেজ মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক, রেস্টুরেন্ট মালিক সমিতি, ট্রলার মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, ভ্যান গাড়ি মালিক-শ্রমিক সমিতি এবং বাজার ব্যবসায়ী সমিতিসহ পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কয়েকশ লোকজন অংশগ্রহণ করেন।
পরে সমাবেশে বক্তারা বলেন, চলতি পর্যটন মৌসুমে সরকারি বিধিনিষেধের কারণে পর্যটক যাতায়াত সীমিত থাকায় এমনিতেই দ্বীপবাসী নানা সংকট ও সমস্যায় জর্জরিত। তার ওপর ফেব্রুয়ারি মাস থেকে সরকারি নির্দেশনা বহাল রাখায় দুশ্চিন্তায় রয়েছে দ্বীপবাসী।
বক্তারা দ্বীপবাসীর জীবন-জীবিকার কথা বিবেচনা করে সরকার অন্তত ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল চালু রেখে পর্যটক যাতায়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সেন্টমার্টিন বাজার সমিতির সভাপতি মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আকতার নুর, কেফায়েত উল্লাহ খান, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ খান, জালাল উদ্দিন প্রমুখ।
টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়সহ সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের শেষ তারিখ ৩১ জানুয়ারি। ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ন টম র ট ন সরক র
এছাড়াও পড়ুন:
ফটো জার্নালিস্টদের জন্য বরাদ্দ ভবনের একাংশ অবৈধ দখলের প্রতিবাদ
সংগঠনের নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে ফটো সাংবাদিকরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর আফরোজা হক ও তার বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএ–এর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে ভাড়া দিচ্ছেন। অবৈধ দখল ও ভাড়া দেওয়া ছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা গত ২০ এপ্রিল রাতের আঁধারে ওই বাড়ির দ্বিতীয় তলার দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন।
তারা বলেন, এ নিয়ে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এতে সংগঠনের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মানববন্ধনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের সব ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহ-সভাপতি রাশেদুল হক, কোষাধক্ষ্য আলমগীর হোসেন বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি