বন্দরে যাত্রীবাহী  বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাজেদ শেখ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়নগঞ্জ খ সার্কেল। ধৃত মাদক ব্যবসায়ী মাজেদ শেখ সুদূর কুষ্টিয়া জেলার কুমারখালি থানার গট্টিয়া এলাকার মৃত পিয়ারুদ্দিন মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইকবাল আহমেদ দীপু বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে এ মামলা রুজু করে। যার মামলা নং- ৪০(১)২৫।

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল  সাড়ে ৬টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বিপুল এন্টারপ্রাইজ ঢাকা মেট্রো ব ১৪-১২৬৪ নাম্বারে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়ে, ধৃত মাদক কারবারি মাজেদ শেখ দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ফেরদৌস ওয়াহিদ এবার উপস্থাপনায়

নতুন আরেকটি পরিচয়ে আসতে যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। উপস্থাপনা শুরু করেছেন তিনি। মঙ্গলবার ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামে এ অনুষ্ঠানের তিনটি পর্বের স্টুডিও অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এর একটি পর্বে ছেলে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নিয়েছেন পপ গানের জনপ্রিয় শিল্পী। অন্য দুটি পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।

‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের ফাঁকে হায়দার হোসেন ও ফেরদৌস ওয়াহিদ।

সম্পর্কিত নিবন্ধ