জিতলেই সুপার ফোর চট্টগ্রাম ও খুলনার
Published: 30th, January 2025 GMT
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে চট্টগ্রাম কিংস। টস হেরে ব্যাট করছে মোহাম্মদ মিঠুনের দল। এই ম্যাচে জিতলেই শেষ চার নিশ্চিত হবে চট্টগ্রামের।
একই সমীকরণ খুলনা টাইগার্সের সামনেও। তারা আগামী শনিবার বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে। ওই ম্যাচে জিতলে সুপার ফোর নিশ্চিত হবে মেহেদী মিরাজের দল খুলনারও।
চট্টগ্রাম কিংস ১০ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে। ১২ পয়েন্ট তুলেছে তারা। নেট রান রেট +১.
চট্টগ্রাম শনিবার গ্রুপের শেষ ম্যাচ খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। ওই ম্যাচেও তারা জিতলে রংপুর রাইডার্সকে হটিয়ে কোয়ালিফায়ারে চলে যেতে পারে। কারণ শেষ দুই ম্যাচেই জিতলে নেট রান রেটে রংপুরকে ছাড়িয়ে যাবে তারা।
খুলনা শেষ ম্যাচে জিতলে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে চলে যেতে পারে সুপার ফোরে। তবে নেট রান এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। ১২ ম্যাচে ৬ জয় পাওয়া রাজশাহীর নেট রান রেট -১.০৩০। খুলনার নেট রান রেট -০.১৭৫। অর্থাৎ রাজশাহীর চেয়ে নেট রান রেটে এগিয়ে খুলনা। ঢাকার বিপক্ষে শেষ ম্যাচে খুলনা জয় পেলে নেট রান রেটে রাজশাহীর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে একেবারেই কম।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়ন্স লিগে আজ ‘মাদ্রিদ ডার্বি’
পাসপোর্ট, ভিসার ঝামেলা নেই, এয়ার ট্রাভেলের ঝক্কি নেই; ঠিক এসব কারণেই ম্যানসিটিকে হারানোর শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদকেই চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এমবাপ্পে। পরে আনুষ্ঠানিক ড্রতেও দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যেই ম্যাচ পড়ে। আজ রাতে কোয়ার্টারে ওঠার সেই লড়াইয়ের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে এসে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ।
একই শহরের পাশাপাশি দুটি ক্লাবের মধ্যকার ম্যাচ ঘিরে চ্যাম্পিয়ন্স লিগেও মাদ্রিদ ডার্বির উত্তেজনা বইছে। এই তো গত মাসের ৯ তারিখেই দু’দল মুখোমুখি হয়েছিল লা লিগায়। ১-১ গোলে সেই ম্যাচের উত্তেজনাও ভাগাভাগি হয়ে যায়। তা ছাড়া দু’দিন আগেই রিয়াল বেটিসের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে ভুলে গেলে চলবে না, এটা লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগ। আর সেখানে রিয়াল মাদ্রিদ মানেই রাজকীয় কিছু।
এ পর্যন্ত স্বদেশি এই প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ৯ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। যার মধ্যে পাঁচবার তারা নকআউট পর্বের লড়াইয়ে নেমেছে। রেকর্ড বলছে, কোনোটিতেই সফল হয়নি অ্যাতলেটিকো। পাঁচবারই তাদের বিদায় করে পরের রাউন্ডে গিয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড এটাও বলছে, চ্যাম্পিয়ন্স লিগে শেষ দু’বারের দেখায় রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।