বিগত কয়েকদিন ধরেই আঁচ করা যাচ্ছিল যে, আজ (৩০ জানিয়ারি, ২০২৫) দিল্লির অরুণ জেটলি (পুরোনো নাম ফিরোজ শাহ্‌ কোটলা) স্টেডিয়ামের নির্ধারিত কিছু অংশ দর্শকে টইটুম্বর হবে। তবে কেউ যা ভাবেনি তা হচ্ছে, ম্যাচের আগের রাত ৩টা থেকে মাঠে প্রবেশের জন্য দর্শকদের লাইন দেওয়ার পাগলামিটা। চোখ কপালে উঠবে, যখন শুনবেন এই উন্মাদনা রঞ্জি ট্রফির একটা ম্যাচ ঘিরে। তবে ঘরোয়া লিগ হলেও ম্যাচটা ‘বিশেষ’, কারণ এর সাথে যে জড়িত ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বিরাট কোহলির নামটা।

আজ রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির মুখোমুখি হয়েছিল রেলওয়ে। আসরটিতে এক যুগেরও বেশি সময় পরে এই ম্যাচ দিয়ে মাঠে নেমেছেন বিরাট। ভারতের সবচেয়ে ‘সম্মানজনক ও প্রথিতযশা’ ঘরোয়া আসর রঞ্জিতে ২০১২ সালের নভেম্বরে উত্তর প্রদেশের বিপক্ষে সবশেষ খেলেছিলেন এই মাস্টার ব্যাটসম্যান।  
ঘরের ছেলেকে কাছ থেকে এক নজর দেখার জন্যই এদিন ‘উপচে পড়া ভিড়’ ছিল অরুণ জেটলি স্টেডিয়ামের ভেতর এবং বাইরে। স্টেডিয়ামে এই ম্যাচের জন্য নির্ধারিত স্থানে প্রকৃত অর্থেই এদিন তিল ধারণেরও ঠাঁই ছিল না। ৩৫০০০ ধারণক্ষমতা সম্পন্ন অরুণ জেটলি স্টেডিয়ামের ১২০০০ সিট এই ম্যাচে দেখার জন্য উন্মুক্ত ছিল।

আরো পড়ুন:

রংপুরকে হারের স্বাদ দিয়ে আশা বাঁচিয়ে রাখল খুলনা

চার-ছক্কার বৃষ্টি নামিয়ে নাঈমের সেঞ্চুরি

 

সকাল ৯.

৩০ টা থেকে ম্যাচ শুরু হওয়ার অনেক আগ থেকেই ‘কোহলি’র নামে গগণবিদারী চিৎকারে মেতে ছিল দর্শকরা। এই ধরনের চিৎকার আজকাল আর আন্তর্জাতিক কিংবা আইপিএল ম্যাচেও শোনা যায় না। রঞ্জি ট্রফির জন্যই এ এক ভিন্ন অভিজ্ঞতা। স্টেডিয়ামে প্রবেশের লাইন ২ কিলিমিটার লম্বা হয়ে যায় এদিন।

বিরাটের প্রথম-শ্রেণির ক্রিকেটে এই প্রত্যাবর্তন উপলক্ষে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) ঘোষণা করেছিল যে, দর্শকরা ১৫ ও ১৬ নম্বর গেট দিয়ে উত্তর প্রান্তের স্ট্যান্ডে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। সকাল ৯টার মধ্যে, প্রায় ৬,০০০ আসনের উত্তর প্রান্তের স্ট্যান্ড প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই, ১২,০০০ ধারণক্ষমতা সম্পন্ন বিষান সিং বেদি স্ট্যান্ডের নিচের স্তরও পূর্ণ হয়ে যায়। এরপর ডিডিসিএ অতিরিক্ত দর্শকদের জন্য গেট ১৭ ও ১৮ খুলে দেয়।

 

ভারতের সাবেক পেসারে ইরফান পাঠান এই ম্যাচের বিশেষত্ব বোঝাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেন, “এটা দুর্দান্ত যে তরুণরা এখন বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো খেলোয়াড়দের সাথে বা বিপক্ষে ঘরোয়া ক্রিকেট খেলছে। বহু বছর ধরে এটা হচ্ছিল না, কিন্তু এখন হচ্ছে। যা ভারতীয় ক্রিকেটের জন্য চমৎকার একটা ব্যাপার। আশা করি, বর্তমানে যারা ভারতীয় দলের নিয়মিত সদস্য, তারা এই ধারা ধরে রাখবেন এবং ঘরোয়া ক্রিকেটে খেলার আগ্রহ দেখাবেন।”

দর্শকদের আজ অবশ্য নিরাশ হতে হয়েছে। টস জিতে রেলওয়েকে ব্যাটিংয়ে পাঠান দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি। ব্যাটিংয়ে নেমে ৬৭.৪ ওভারে ২৪১ রানে অলাউট হয়ে যায় রেলওয়ে। জবাব দিতে নেমে ১১ ওভার ব্যাটিং করে ১ উইকেটের বিনিময়ে ৪১ রান করে দিনের খেলা শেষ করে দিল্লি। বিরাট এখনও ব্যাটিংয়ে নামেননি। 

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক হল এই ম য চ র জন য

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র‍্যাব

রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র‍্যাব জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।

র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র‍্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র‍্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।

মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র‍্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র‍্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ