নির্বাচনের ঘোষণা: মিয়ানমারে সহিংসতার ঝুঁকি বেড়েছে
Published: 30th, January 2025 GMT
নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের চার বছর পর মিয়ানমারের শাসক জেনারেলরা বৈধতা অর্জনের জন্য তাদের সর্বাধিক সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছেন। এর জন্য তারা আরেকটি নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিচ্ছেন।
গত দুই মাসে, জান্তা ২০২৫ সালের নির্বাচনের জন্য প্রতিবেশীদের কাছে পরিকল্পনার রূপরেখা দিয়েছে, ভোটার তালিকা তৈরির জন্য পরিচালিত একটি আদমশুমারির ফলাফল প্রকাশ করেছে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণা করেছে যে তারা নির্বাচনের জন্য ‘স্থিতিশীলতা’ নিশ্চিত করতে কাজ করছে। সব মিলিয়ে, এই পদক্ষেপগুলো ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকার উৎখাতের পর থেকে মিয়ানমারের জান্তার নির্বাচন অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচ্ছার ঘোষণা।
বিশ্লেষক, বিদ্রোহী এবং কূটনৈতিক সূত্রসহ আটজনের মতে, জান্তার শাসন এবং নির্বাচনের বিরোধিতাকারী বিদ্রোহী গোষ্ঠীগুলোর কারণে ভোটের আগে উত্তেজনা বাড়তে পারে, যা উভয় পক্ষের অঞ্চলের নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য প্রচেষ্টার ফলে আরো সহিংসতার ঝুঁকি তৈরি করবে। ।
অবশ্য নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে দেশের মাত্র অর্ধেক অংশে ভোটগ্রহণ, কয়েক ডজন বিরোধী দল নিষিদ্ধ এবং শুধুমাত্র পূর্ব-পরীক্ষিত, সামরিকপন্থি দলগুলোকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার কারণে সমালোচকরা ইতিমধ্যেই জান্তার এই পদক্ষেপকে প্রহসন বলে উপহাস করেছেন।
ডিসেম্বরে প্রকাশিত আদমশুমারির প্রতিবেদন অনুসারে, জান্তা দেশের ৩৩০টি শহরের মধ্যে মাত্র ১৪৫টিতে পূর্ণাঙ্গ আদমশুমারি পরিচালনা করতে সক্ষম হয়েছিল।
রাজধানী নেপিদোতে সরকারের আলোচনার সাথে পরিচিত এক সূত্রের মতে, জেনারেলরা চলতি বছরের শেষ নাগাদ মাত্র ১৬০-১৭০টি শহরতলিতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছেন।
সূত্র বলেছে, “তারা এগিয়ে যেতে চায়।” জান্তা নির্বাচনের আগে ওই অঞ্চলগুলিকে স্থিতিশীল করার চেষ্টা করবে বলে জানিয়েছেন ওই সূত্র।
জান্তার একজন মুখপাত্রের কাছে মন্তব্য জানতে ফোন করলেও সাড়া পাওয়া যায়নি।
অভ্যুত্থানের পর থেকে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত একটি সশস্ত্র বিরোধী দল, জান্তা সরকারের কাছ থেকে দেশের একাংশ অঞ্চল ছিনিয়ে নিয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে জান্তাকে তাড়িয়ে দিয়েছে এবং ক্রমবর্ধমানভাবে জান্তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে দখলের চেষ্টা করছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র জন য সরক র
এছাড়াও পড়ুন:
রোনালদোর দল লা লিগা থেকে অবনমিত
রোনালদোর মালিকানাধীন দল রিয়াল ভায়াদোলিদ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়াল বেটিসের বিপক্ষে ৫-১ গোলে হেরে লা লিগা থেকে অবনমিত হয়েছে। ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী তারকার মালিকানায় গত সাত বছরে এটি ভায়াদোলিদের তৃতীয় অবনমন।
ভায়াদোলিদের সমর্থকদের তীব্র সমালোচনার মুখে শোনা যাচ্ছে, রোনালদো ক্লাবটি বিক্রি করার আলোচনা চালাচ্ছেন। সমর্থকদের মতে, ব্রাজিলিয়ান তারকা ক্লাবের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। গুরুত্বপূর্ণ কাজে অনুপস্থিত থেকেছেন।
আরো পড়ুন:
বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল
বড় ধাক্কা বার্সেলোনায়
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভায়াদোলিদ তাদের শেষ ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতে হেরেছে। গোল পার্থক্য দাঁড়িয়েছে মাইনাস ৫৭।
বেটিসের বিপক্ষে এই বড় হারের মধ্য দিয়ে ভায়াদোলিদের লা লিগা অধ্যায় আপাতত শেষ হলো। এউ অস্থির মৌসুমে তারা দুইজন কোচকে বরখাস্ত করেছে। ফেব্রুয়ারিতে সাবেক ভায়াদোলিদ খেলোয়াড় আলভারো রুবিও দায়িত্ব নেওয়ার আগে দিয়েগো কোক্কা ও পাওলো পেজোলানোকে ছাঁটাই করা হয়। ভায়াদোলিদ ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমেও অবনমিত হয়েছিল, তবে উভয়বারই পরের মৌসুমে শীর্ষ লা লিগায় ফিরে এসেছিল।
রুবিও ম্যাচ শেষে জানান, “অজুহাত দিতে পারি না। আমরা প্রথম বিভাগের মান অনুযায়ী খেলতে পারিনি। আমাদের দায়িত্ব নিতে হবে এবং স্বীকার করতে হবে যে, আমরা ঠিকভাবে কিছু করতে পারিনি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং মর্যাদার সঙ্গে মৌসুম শেষ করতে হবে।”
ঘরের মাঠ বেনিত ভিয়ামারিয়াতে বেতিস বড় ব্যবধানে জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে অবনমনের বাকি দুইটি স্থান এখনো নিশ্চিত হয়নি। ১৯তম স্থানে স্থানে থাকা লেগানেস বৃহস্পতিবার গিরোনার বিপক্ষে স্টপেজ টাইমে মুনির এল হাদ্দাদির গোলে ১-১ ড্র করে এক পয়েন্ট পেয়েছে। লেগানেস ১৯তম মিনিট থেকে এক খেলোয়াড় কম নিয়ে খেলেছে। তারা এখন ১৮তম স্থানে থাকা লাস পালমাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে। অবনমন অঞ্চলের বাইরে থাকা আলাভেসের থেকে চার পয়েন্ট দূরে।
সেভিয়া ১৫তম স্থানে রয়েছে, তারা ১-০ ব্যবধানে হেরেছে অষ্টম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে। যারা ৩২তম মিনিট থেকে এক খেলোয়াড় বেশি নিয়ে খেলেছে। টানা নয় ম্যাচে জয়হীন থাকার পর ওসাসুনা এখন টানা তিনটি ম্যাচ জিতেছে। অন্যদিকে সেভিয়া টানা ছয় ম্যাচে জয় পায়নি।
ঢাকা/নাভিদ