সাবেক প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে মামলা: স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে নোটিশ
Published: 30th, January 2025 GMT
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া, একই অভিযোগে তার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও দুই শ্যালকের সম্পদ বিবরণীর নোটিশ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক জানায়, সাবেক এমপি ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। নিজ নামে ১২টি ব্যাংক হিসাবে মোট ৪২ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৪০৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি শরীফ আহমেদের স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালক মো.
লেনদেন করা অর্থের উৎস কী তা জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হলেও তারা বক্তব্য দিতে হাজির হননি। এ কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিপুল পরিমাণ লেনদেনকৃত অর্থ দিয়ে অন্য কোনো মাধ্যমে তারা কোনো অবৈধ সম্পদ অর্জন করেছেন কি না, ওই সম্পদ শরীফ আহমেদের নিজের কি না, তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে। এ অবস্থায়, বিভিন্ন ব্যাংক হিসাবে ব্যাপক লেনদেনের বিষয়টি আরো যাচাইয়ের জন্য শরীফ আহমেদের স্বার্থসংশ্লিষ্ট এই ব্যক্তিদের নামে আলাদা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমলাপাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে আমলাপাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নগরীর হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমলাপাড়া আমাদের নিজস্ব এলাকা। এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। এখানে থাকবে না কোন চাঁদাবাজ, কোন মাদক ব্যবসায়ী, কোন ছিনতাইকারী বা ভূমিদস্য। এলাকার যুবকদের প্রতি আমার আহবান থাকবে তোমরা খেলাধুলার প্রতি মনোযোগী হও। এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকে।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
এছাড়াও সার্বিক পরিচালনা আরও উপস্থিত ছিলেন, মোঃ বাহার, মোঃ অনিক, মোঃ রাহাত, জয়,মোঃ অহিদ, ইমন, নাঈম, মাসুম, শাহাদাত, সামির হোসেন ও মোঃ বাঁধন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।