বিমানবন্দরে গ্রেপ্তার পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সীমান্ত
Published: 30th, January 2025 GMT
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদের জানানো হয়েছে। আমাদের একটি টিম ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলা এবং দুই শিক্ষার্থীদের নিহতের ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে। পাবনায় এনে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নামের দুই শিক্ষার্থী নিহত হয়। এ সময় অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় দুটি মামলাতেই সীমান্ত আসামি হয়েছেন। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টিকটকে নতুন সুবিধা
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি একাধিক ছবির সমন্বয়ে তৈরি স্লাইড শো বেশ জনপ্রিয় টিকটকে। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীরা চাইলেও টিকটকে থাকা এসব ছবি দেখতে পারেন না। এ সমস্যা সমাধানে নিজেদের প্ল্যাটফর্মে অলটারনেটিভ (এএলটি) টেক্সট সুবিধা চালু করেছে টিকটক। নতুন এ সুবিধা চালুর ফলে স্ক্রিন রিডারের মাধ্যমে টিকটকে থাকা ছবির বর্ণনা শুনতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে ছবি আপলোডের সময় অল্ট টেক্সট অপশনের মাধ্যমে ছবিতে থাকা দৃশ্যের বর্ণনা লিখতে পারবেন ব্যবহারকারীরা। পোস্ট প্রকাশের পরও চাইলে ব্যবহারকারীরা অল্ট টেক্সট সম্পাদনা বা নতুন করে যুক্ত করতে পারবেন।
ছবির জন্য অল্ট টেক্সট সুবিধা টিকটক অ্যাপে থাকা বিদ্যমান অ্যাক্সেসিবিলিটি ফিচারের সম্প্রসারিত রূপ। এর আগে ভিডিও কনটেন্টের জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরির সুবিধা এবং লেখার আকার ইচ্ছেমতো বড়-ছোট করার অপশন চালু করেছে প্ল্যাটফর্মটি।
সূত্র: টেক ক্র্যান্চ