অনশন: তিতুমীরের ৩ শিক্ষার্থী হাসপাতালে
Published: 30th, January 2025 GMT
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দাবিতে আমরণ অনশনরত তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে পড়া তিন জন হলেন— বাংলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ, গণিত বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের রাশেদুল ইসলাম রাশেদ।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় অনশন শুরু করেন তিতুমীর কলেজের ৫ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চলছিল। একইসঙ্গে তিতুমীর কলেজের সামনের রাস্তা অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
ঢাকা/উম্মে হাফছা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ৬ মে
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের ওপর আগামী ৬ মে শুনানি হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালত বলেছেন, সেদিন আপিলটি কার্যতালিকার শীর্ষে থাকবে এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, আইনজীবী শিশির মনির।
আপিল শুনতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আপিল বিভাগে এসেছিলেন। এছাড়া, জামায়াতপন্থি সব আইনজীবীও আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল। আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি।
ঢাকা/এম/ইভা