Samakal:
2025-04-25@00:14:32 GMT

লেডি গাগার সপ্তম অ্যালবাম

Published: 30th, January 2025 GMT

লেডি গাগার সপ্তম অ্যালবাম

উদ্ভট সাজপোশাকের কারণে প্রায়ই সমালোচিত হয়ে থাকেন ১৩টি গ্র্যামিজয়ী মার্কিন সংগীতশিল্পী লেডি গাগা। ব্যক্তগত কারণে সমালোচিত হলেও প্রশংসিত হন তাঁর গানের কারণে। গাগাকে আন্তর্জাতিক সংগীতাঙ্গনের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে বিবেচনা করা হয়। গান দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে শুরু করে বিলবোর্ড, টাইম ও ফোর্বস সাময়িকীর ক্ষমতাবানদের তালিকাতেও উঠেছে তাঁর নাম। এবার নিয়ে আসছেন তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম। নাম ‘মেহ্যাম’।

মার্কিন একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অ্যালবামটি আসছে ৭ মার্চ প্রকাশ হবে। গত সোমবার রাতে নিউইয়র্কের লাস ভেগাসে বিলবোর্ডের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আসন্ন এ অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। এগুলোর মধ্যে কিছুদিন আগে প্রকাশিত ‘ডিজিস’ এবং ‘ডাই উইথ এ স্মাইল’ গানও থাকছে।

অ্যালবাম প্রসঙ্গে লেডি গাগা বলেন, ‘এ অ্যালবামটি শুরু হয়েছিল আমার সেই ভয়কে মোকাবিলা করার মাধ্যমে, যেটি আমি প্রথমদিকে পপ মিউজিকের প্রতি অনুভব করতাম এবং যে গানগুলো আমার শুরুর দিকের ভক্তরা ভালোবাসতেন।’ তিনি আরও বলেন, ‘সৃজনশীল এ কাজটি ছিল একটি ভাঙা আয়না ফের জোড়া লাগানোর মতো ঘটনা। যদিও আপনি টুকরাগুলো ঠিকভাবে জোড়া দিতে পারবেন না; তবে আপনি নতুনভাবে সুন্দর কিছু তৈরি করতে পারবেন, যা তার নিজস্বতার মাধ্যমে অসাধারণ হয়ে উঠবে।’

এদিকে গতকাল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘ফায়ার এইড’ কনসার্টে অংশগ্রহণ করেন লেডি গাগা। এই কনসার্টে তাঁর পাশাপাশি বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগো, স্টিভি নিক্স, জোনি মিচেলসহ অন্য শিল্পীরা মঞ্চ মাতান। ‘ফায়ার এইড’ কনসার্টের মূল উদ্দেশ্য হলো– লস অ্যাঞ্জেলেসে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ এবং কমিউনিটির জন্য তহবিল সংগ্রহ করা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ