নাছির উদ্দিন চৌধুরীর বয়স এখন ৫৮ বছর। তার বয়স যখন ২৩/২৪, তখন তার নামের আগে যুক্ত হয় শিবির। নানা অপরাধে জড়িয়ে যাওয়ায় চট্টগ্রাম নগর এবং পুরো উত্তর চট্টগ্রামে ‘শিবির নাছির’ ছিল এক আতঙ্কের নাম। ৩৬টি মামলায় আলোচিত এই শিবির নাছিরকে কারাগারে কাটাতে হয়েছে দীর্ঘ ২৬ বছর। 

সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া এই নাছির নিজেই অভিযোগ করলেন, ‘শিবির নাছির’ নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র চট্টগ্রামে চাঁদাবাজি করছে। 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা নাছির উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার রাইজিংবিডিকে বলেছেন, তার নাম ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন মহলকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেররকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি। 

আলাপকালে নাছির উদ্দিন চৌধুরী রাইজিংবিডিকে বলেন, “আমার জীবনের যৌবনকাল আমি কারাগারেই কাটিয়ে দিয়েছি। দীর্ঘ ২৬ বছর আমি জেলে ছিলাম। এখন আমি মুক্তি পেয়ে সব কিছু থেকে দূরে স্বাভাবিক জীবন কাটানোর প্রচেষ্টায় আছি। টুকটাক ব্যবসা বাণিজ্য করে জীবন যাপন করতে চাই। কিন্তু এই সময়েও আমার নাম ব্যবহার করে কতিপয় ব্যক্তি/গোষ্ঠি বিভিন্ন মহলে হুমকি ও চাঁদাবাজি করছে বলে আমার কাছে অভিযোগ আসছে। এ ব্যাপারে আমি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।” 

নাছির জানান, তার বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ মোট ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১টি মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজা হয়েছিলো এবং সেই সাজার মেয়াদও কারাগারে কাটিয়ে দিয়েছেন। বাকি তিনটি মামলায় জামিন পেয়েছেন। এর পর গত আগস্ট মাসে তিনি কারামুক্ত হয়েছেন।

নাছির বলেন, “আমি ভালো হওয়ার শপথ নিয়ে কারগার থেকে জামিনে মুক্ত হয়ে বের হয়েছি। আমি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে কোনভাবেই জড়াতে চাইনা। কিন্তু সাম্প্রতিক সময়ে খবর পাচ্ছি আমার নাম ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান, শিক্ষক-চাকরিজীবী, বন্দর সম্পৃক্ত ব্যবসায়ীসহ অনেকের কাছেই একটি মহল হুমকি ধমকি দিয়ে চাঁদাবাজি করছে।” 

এসব কোন কিছুর সাথেই তার সম্পৃক্ততা নাই উল্লেখ করে নাছির জানান, যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়রি এবং পুলিশ কমিশনারকেও বিষয়টি জানিয়েছেন তিনি। 

সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নাছির বলেন, “যারা আমার নাম ব্যবহার করে হুমকি বা চাঁদা দাবি করবে তাদের ব্যাপারে সাথে সাথে পুলিশ প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করছি।”  

প্রসঙ্গত নাছির উদ্দিন চৌধুরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মন্দাকিনী এলাকার এলাহী বক্সের ছেলে। গত বছরের ১১ আগস্ট ২৬ বছর কারাভোগ করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। 

ঢাকা/রেজাউল/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জেনি আবারও বিলবোর্ডের তালিকায়

আবারও বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকায় জায়গা করে নিলেন ব্ল্যাকপিংক তারকা জেনি। তালিকায় ৯৬তম স্থানে রয়েছে তাঁর একক গান ‘লাইক জেনি’।

এর মধ্যে কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে গেয়েছেন জেনি। ফেস্টিভ্যাল থেকে ফিরেই সুখবরটি পেলেন তিনি।

জেনি

সম্পর্কিত নিবন্ধ