চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন রদ্রিগো গোয়েস। অন্য গোলটি এসেছে জুড বেলিংহামের পা থেকে। 

ব্রেস্টের মাঠে বড় জয় পেলেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেরা আটে শেষ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। যার অর্থ সরাসরি শেষ ষোলোয় খেলা হবে না তাদের। পয়েন্ট টেবিলে ১১তম অবস্থানে শেষ করা দলটির খেলতে হবে প্লে অফ।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, সেরা ৮ দল সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দল নকআউট প্লে অফ খেলবে। জয়ী দল যাবে শেষ ষোলোয়।

রিয়াল মাদ্রিদের অবশ্য সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল। তবে নিজেরা জিতলেই হতো না। মিলতে হতো অনেকগুলো সমীকরণ। যেমন এসি মিলান ও আটালান্টার পয়েন্ট হারাতে হতো। মিলান ২-১ গোলে ডায়নামো জাগরেভের কাছে হেরে সেরা আট থেকে পড়ে গেছে। আবার বার্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আটালান্টাও সেরা আটের বাইরে চলে গেছে।

কিন্তু বায়ার লেবারকুসেন, অ্যাস্টন ভিলা ও লিলি বড় জয়ে সেরা আটে জায়গা পাকা করেছে। লেভারকুসেন যেমন স্পার্তা প্রাগের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। অ্যাস্টন ভিলা ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে সেল্টিককে। লিলি ৬-১ গোলে জিতেছে ফায়েনর্ডের বিপক্ষে। তারা পয়েন্ট হারালে রিয়ালে হয়তো সেরা আটে ঢুকতে পারতো।

শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র হবে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম লেগ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ মাঠে গড়াবে। ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র হবে।  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।

সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।

সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।

দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪

সম্পর্কিত নিবন্ধ