রাবণের দেশে প্রথম অজি হিসেবে খাজার দ্বিশতক
Published: 30th, January 2025 GMT
প্রবাত জয়সুরিয়ার বলটা কাভারের দিকে ঠেলে ১ রানের জন্য জায়গা পরিবর্তন করলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। এরপর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ব্যাট উঁচু করে সতীর্থদের অভিবাদনের জবাব দিলেন। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক বলে কথা। ছাড়িয়ে গেলেন ২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ক্যারিয়ারের আগের সর্বোচ্চ ১৯৫ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে গলে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়লেন খাজা। এই ৩৮ বছর বয়সী ব্যাটসম্যানের পূর্বে কোন অজি দ্বিশতকের দেখা পাননি রাবণের দেশে।
আজ সফরকারীরা ২ উইকেটে ৩৩০ রান নিয়ে দিনের খেলা শুরু করে। খাজা ১৪৭ রান নিয়ে আগের দিন অপরাজিত ছিলেন। খাজা ও স্টিভেন স্মিথ তাদের আগের দিনের অবিচ্ছিন্ন ১৯৫ রানের জুটিকে টেনে নিয়ে যান ২৬৬ পর্যন্ত। যা এশিয়ার মাটিতে অজিদের সর্বোচ্চ। এই জুটি আজ পেছনে ফেলেছেন ১৯৭৯ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে অ্যালেন বোর্ডার ও কিম হিউজেসের গড়া ২২২ রানের জুটিকে।
আরো পড়ুন:
বাঁচা-মরার লড়াইয়ে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা
বিপিএলে দল কমানোসহ সূচি পরিবর্তনের প্রস্তাব তামিমের
স্মিথ ১৪১ রান করে জেফরি ভ্যানডারসের বলে থামলেও, ঠিকই রানের চাকা সচল রেখেছিলেন খাজা।
এই রিপোর্ট লিখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৫৪৭ রান। খাজা অপরাজিত আছেন ৩৫১ বলে ২৩২ রান করে। অন্যদিকে জস ইগলিশের ৭৯ বলে ৮৭ রানের ঝড় তুলে ক্রিজে আছেন।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উসম ন খ জ
এছাড়াও পড়ুন:
আন্দোলনের নামে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির
রাজধানীতে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করছেন। এতে করে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
এতে আরও বলা হয়, যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। তারপরও সড়ক অবরোধ করার মতো ঘটনায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগেও সড়ক অবরোধ না করতে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে দেয় ডিএমপি।
মঙ্গলবার রাজধানীর কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।